আমার বাবার জন্যই আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি, আমি গর্বিত- সোনাম কাপুর
নজরবন্দি ব্যুরোঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর পার হয়ে গেল এক সপ্তাহ। গত ১৪ জুন রবিবার, মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর নিজের ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তকে। তাঁর মৃত্যুর পর থেকেই প্রশ্ন উঠেছে বলিউডের ‘নেপোটিজম’ নিয়ে। ফিল্ম ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নীতির কারণে অনেক ট্যালেন্ট উঠেও মাঝপথে হারিয়ে যায়। আর এর জন্য তথাকথিত ‘বিগ শটস’-রা দায়ী বলে মনে করছেন নেটিজেনরা। সুশান্তের মৃত্যুর পর থেকে বেশ কিছু পরিচালক এবং স্টার কিডসদের বয়কটের দাবি জানিয়ে প্রতিবাদ চলছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ৩৪ বছর বয়সে ঠিক কি কারণ এমন এক মেধাবী অভিনেতাকে চলে যেতে হল এটাই সবার প্রশ্ন। এই প্রতিবাদে সামিল হয়েছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও।
যারা কোন না কোন সময়ে নেপোটিজমের শিকার হয়েছেন। জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর। তাই স্বাভাবিক ভাবেই স্টার কিডস তিনিও একজন। তাঁর অভিনয় বা কাজের সাফল্য নিয়ে নানা সময়েই অনেক প্রশ্ন উঠেছে ৷ সোশ্যাল মিডিয়ায় স্টার কিডসদের বয়কট করা নিয়ে যে প্রতিবাদ চলছে তা একটু উস্কে দিলেন সোনাম নিজেই। রবিবার ফাদার্স ডে উপলক্ষে ট্যুইটারে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেন সোনম। এবং লেখেন, তিনি গর্বিত, যে তিনি অনিল কাপুরের মেয়ে। সোনম টুইট করেন, আজ পিতৃ দিবসে আমি বলতে চাই, ‘হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে। আজ আমি বাবার জন্যই এখানে পৌছেছি। বাবার জন্যই সুবিধে পাই। এটা কোনও অপমান নয়। আমার বাবা দিন-রাত এক করে খেটে আমাকে এত কিছু দিয়েছেন। এটা আমার কর্মফল যে এই রকম একটি পরিবারে আমি জন্মেছি। আমি সে জন্য গর্বিত।
যারা কোন না কোন সময়ে নেপোটিজমের শিকার হয়েছেন। জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর। তাই স্বাভাবিক ভাবেই স্টার কিডস তিনিও একজন। তাঁর অভিনয় বা কাজের সাফল্য নিয়ে নানা সময়েই অনেক প্রশ্ন উঠেছে ৷ সোশ্যাল মিডিয়ায় স্টার কিডসদের বয়কট করা নিয়ে যে প্রতিবাদ চলছে তা একটু উস্কে দিলেন সোনাম নিজেই। রবিবার ফাদার্স ডে উপলক্ষে ট্যুইটারে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেন সোনম। এবং লেখেন, তিনি গর্বিত, যে তিনি অনিল কাপুরের মেয়ে। সোনম টুইট করেন, আজ পিতৃ দিবসে আমি বলতে চাই, ‘হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে। আজ আমি বাবার জন্যই এখানে পৌছেছি। বাবার জন্যই সুবিধে পাই। এটা কোনও অপমান নয়। আমার বাবা দিন-রাত এক করে খেটে আমাকে এত কিছু দিয়েছেন। এটা আমার কর্মফল যে এই রকম একটি পরিবারে আমি জন্মেছি। আমি সে জন্য গর্বিত।
কোন মন্তব্য নেই