Header Ads

আইসিসি প্রেসিডেন্ট পদের জন্য আরও এক কদম এগলেন মহারাজ, সমর্থন এলো শ্রীলঙ্কা বোর্ডের তরফে

নজরবন্দি ব্যুরো: বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে অনেকের মনে একটা প্রশ্ন চলে এসেছে, সৌরভ গঙ্গোপাধ্যায় কী আইসিসি প্রেসিডেন্ট হতে চলেছেন? এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জমিয়ে দিল, সৌরভ গাঙ্গুলি আইসিসি প্রেসিডেন্ট পদের দাবিদার হলে তাদের পূর্ণ সমর্থন থাকবে, পাশাপাশি বিসিসিআইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সৌরভের জায়গায় বিসিসিআই অন্য কাউকে আইসিসি প্রেসিডেন্ট পদের লড়াইয়ে মনোনিত করলেও শ্রীলঙ্কা সমর্থন করবে।

এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছিল, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা আইসিসি প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করলে তাঁকে পূর্ণ সমর্থন করবে তারা। তবে কুমার সাঙ্গাকারা আইসিসির প্রেসিডন্ট পদের জন্য আগ্রহ প্রকাশ করেননি।তাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ডকে সমর্থন করবে বলে জানিয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ বলেছিলেন, তিনি সৌরভকে আইসিসির সর্বোচ্চ পদে দেখতে চান। তবে বিসিসিআইয়ের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.