Header Ads

সচিন,সৌরভকে টি-২০ বিশ্বকাপ খেলতে দেয়নি রাহুল! বিস্ফোরক লালচাঁদ রাজপুত

নজরবন্দি ব্যুরোঃ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি সচিন,সৌরভ,রাহুল। সে টুর্নামেন্টে অপেক্ষাকৃত নতুন দল পাঠানো হয়েছিল। সেই বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল ধোনির নেতৃত্বে নতুন টিম ইন্ডিয়া। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটে সূচনা হয়েছিল ধোনি যুগের। কিন্তু কেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যাননি সচিন,সৌরভ, দ্রাবিড়রা। এবার সে কথা ফাঁস করলেন লালচাঁদ রাজপুত। কারণ তিনি সে সময় ভারতীও দলের কোচ ছিলেন। এক ওয়েবসাইটের ফেসবুক পেজ-এ রাজপুত বলেছেন, 'রাহুল দ্রাবিড়ই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেয়নি সচিন-সৌরভকে। ইংল্যান্ড সফরে দ্রাবিড় ছিল ক্যাপ্টেন।
 ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার সোজা ইংল্যান্ড থেকে জোহানেসবার্গ উড়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। তরুণদের সুযোগ দেওয়া হোক, এমন একটা মনোভাব কাজ করেছিল ওদের মধ্যে। সেটাই বলেছিল ওরা। কিন্তু, ধোনির দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ওদের নিশ্চয়ই আফশোস হয়েছিল। কারণ, সচিন বরাবর আমাকে বলেছিল যে, এত বছর ধরে খেলছি, কিন্তু বিশ্বকাপ কখনও জিততে পারলাম না!' ২০০৭ পর্যন্ত পাঁচটি ৫০ ওভারের বিশ্বকাপ খেলে ফেলেছিলেন সচিন তেন্ডুলকর। কোনওটাতেই ট্রফি হাতে তুলতে পারেননি মাস্টার ব্লাস্টার। তাই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ হতে না পেরে সচিন হতাশ হয়েছিলেন বলে জানিয়েছেন লালচাঁদ রাজপুত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.