Header Ads

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম!

নজরবন্দি ব্যুরো: অ-বিজেপি দলগুলির আন্দোলনে নামার হুমকি। গোটা দেশ জুড়ে ক্ষোভ বাড়ছে। কিন্তু তার পরেও থামছে না পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি। এদিকে নিয়ম করে জ্বালানির মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত। টানা ২১ দিন মূল্যবৃদ্ধির পর রবিবার 'বিরাম' পেয়েছিল জ্বালানি। সপ্তাহের শুরুতে ফের নতুন করে বাড়ানো হল দাম।
সোমবার পেট্রলের দাম লিটারপ্রতি ৫ পয়সা, এবং ডিজেলের দাম লিটারপ্রতি ১৩ পয়সা বাড়ানো হয়েছে। আপাত দৃষ্টিতে এই মূল্যবৃদ্ধি সামান্য। কিন্তু গত ২১ দিনে যে পরিমাণ দাম বেড়েছে, তা হিসেবের মধ্যে ধরলে এই সামান্য বৃদ্ধিই আম আদমির কপালে চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। সোমবারের মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮০ টাকা ৪৩ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮০ টাকা ৫৩ পয়সা। শহর কলকাতায় পেট্রল বিকোচ্ছে ৮২ টাকা ১০ পয়সা লিটার। ডিজেলের দাম লিটারপ্রতি বেড়ে হয়েছে ৭৫ টাকা ৬৪ পয়সা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.