Header Ads

খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের ফল!

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর দেওয়া হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৭২ জন। নতুন ৫৭২ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৮৩ জন। পাশাপাশি মৃত্যু-মিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে আরও ১০ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯।

এমন পরিস্থিতিতে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল কবে বার হবে তা নিয়ে চিন্তা ছড়িয়েছে রাজ্যের শিক্ষামহল থেকে অভিভাবকদের মধ্যে। করোনা আবহে কীভাবে সেই ফলাফল প্রকাশিত হবে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোটা রাজ্যের পরীক্ষার্থীরা।
সেই প্রসঙ্গেই রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে জুলাই মাসেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কারণ ইতিমধ্যে নম্বর সংগ্রহের কাজ শেষ হয়ে গিয়েছে।

সিবিএসসি ও আইসিএসই পরীক্ষার দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে ১৫ জুলাইয়ের আশেপাশে। তাই মধ্য শিক্ষা পর্ষদও লক্ষ্যমাত্র ঠিক করেছে যে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে। তাতে একাদশ শ্রেণিতে ভর্তি হতে খুব একটা সমস্যা হবে না। পর্ষদ সূত্রেই জানা গিয়েছে খুব শীঘ্রই মাধ্যমিকের রেজাল্ট ছাপানোর কাজ শুরু করবে পর্ষদ। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.