ভারতের ১৩৭ মিটার ভেতরে ঢুকে শিবির গড়েছে চিনা ফৌজ! প্রকাশ্যে উপগ্রহ চিত্র। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ভুখণ্ডের ভেতরে ঢুকে এসেছে চিন সেনারা। একথা দাবি করেছে খোদ কেন্দ্রীয় গোয়েন্দারা! প্রসঙ্গত, নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠক থেকে শুরু করে আজ মন কি বাত পর্যন্ত এক বারের জন্যেও মুখে আনেননি চিনের নাম। ঘুরিয়ে চিনকে হুঙ্কার দিতে দেখা গেছে প্রধানমন্ত্রী কে। অন্যদিকে দেশের বিদেশ মন্ত্রীর কথা উড়িয়ে সর্বদলীয় বৈঠকের দিন প্রধানমন্ত্রী সাফ জানিয়েছিলেন ভারতের সীমানা পেরিয়ে দেশে ঢোকেনি কেউ!
সবাই ধরে নিয়েছে এই কেউ আসলে চিন। কিন্তু কিসের বাধ্যবাধকতায় চিনের নাম সরাসরি নিচ্ছেন না প্রধানমন্ত্রী? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখনই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর উপগ্রহ চিত্র।
গতকালই উপগ্রহ চিত্র সামনে এসেছিল, সেখানে দেখা যাচ্ছিল পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গালওয়ান নদীর উপত্যকায় গিজগিজ করছে চিনের পিপলস লিবারেশন আর্মির সেনাদের তাঁবু।ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁবুর ছাউনিতে ব্যবহার করা হয়েছে কালো রঙের ত্রিপল।
গত ২২শে মে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যেখানে কিছুই নেই সেখানে ২৬শে জুন দেখা যাচ্ছে গা ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে পিপলস লিবারেশন আর্মির সেনাদের তাঁবু। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেছেন চিন সেনারা গালওয়ান উপত্যকায় ভারতীয় ভূখণ্ডের ১৩৭ মিটার পর্যন্ত ঢুকে অবস্থান করছে। উপগ্রহ চিত্রে চিন সেনাদের যে ছাউনি দেখা যাচ্ছে সেগুলি ওই এলাকারই!
উল্লেখ্য গত ১৫ই জুন মুখোমুখি সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। কয়েকদিন পর সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করেন ভারতের কোন পোস্ট দখল হয়নি এবং ভারতীয় ভূখণ্ডে কেউ প্রবেশও করেনি!
পাশাপাশি সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল যে এলাকায় চিন সেনারা শিবির গড়েছে সেখানে গত ১০ বছর ধরে টহল দিচ্ছে ভারতীয় সেনা! তাহলে এই শিবির নির্মানের কাজ চিন সেনারা সম্পন্ন করল কিভাবে?
সবাই ধরে নিয়েছে এই কেউ আসলে চিন। কিন্তু কিসের বাধ্যবাধকতায় চিনের নাম সরাসরি নিচ্ছেন না প্রধানমন্ত্রী? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখনই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর উপগ্রহ চিত্র।
গতকালই উপগ্রহ চিত্র সামনে এসেছিল, সেখানে দেখা যাচ্ছিল পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গালওয়ান নদীর উপত্যকায় গিজগিজ করছে চিনের পিপলস লিবারেশন আর্মির সেনাদের তাঁবু।ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁবুর ছাউনিতে ব্যবহার করা হয়েছে কালো রঙের ত্রিপল।
গত ২২শে মে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যেখানে কিছুই নেই সেখানে ২৬শে জুন দেখা যাচ্ছে গা ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে পিপলস লিবারেশন আর্মির সেনাদের তাঁবু। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেছেন চিন সেনারা গালওয়ান উপত্যকায় ভারতীয় ভূখণ্ডের ১৩৭ মিটার পর্যন্ত ঢুকে অবস্থান করছে। উপগ্রহ চিত্রে চিন সেনাদের যে ছাউনি দেখা যাচ্ছে সেগুলি ওই এলাকারই!
উল্লেখ্য গত ১৫ই জুন মুখোমুখি সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। কয়েকদিন পর সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করেন ভারতের কোন পোস্ট দখল হয়নি এবং ভারতীয় ভূখণ্ডে কেউ প্রবেশও করেনি!
পাশাপাশি সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল যে এলাকায় চিন সেনারা শিবির গড়েছে সেখানে গত ১০ বছর ধরে টহল দিচ্ছে ভারতীয় সেনা! তাহলে এই শিবির নির্মানের কাজ চিন সেনারা সম্পন্ন করল কিভাবে?
Loading...
কোন মন্তব্য নেই