Header Ads

নজিরবিহীন সিদ্ধান্ত; এবার সরকারি আধিকারিকদের রিপোর্ট লিখবেন মুখ্যমন্ত্রী! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ আম্ফানের ত্রান বিলি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এবার সরাসরি ব্যাবস্থা নিলেন রাজ্য সরকারি কর্মীদের ওপর। এর আগে ত্রান বিলি নিয়ে বেনিয়ম ও চুরির অভিযোগে একাধিক তৃণমূল নেতাই কাঠগড়ায় উঠেছেন রাজ্যের জনগনের চোখে। মুখ্যমন্ত্রী দলীয় স্তরে ধমকেছেন ত্রান নিয়ে কোন দলবাজি করা যাবে না। ধরা পড়লেই কঠিন শাস্তি। তবে এখন পর্যন্ত কতজন শাস্তি পেয়েছেন সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে এবার নিজেই সব কিছুর মূল্যায়ন করার ভার হাতে নিলেন মুখ্যমন্ত্রী।
এবার থেকে রাজ্যের ৩৪৪ জন বিডিও, ৬৬ জন এসডিও এবং ৬৯ জন এডিএম এর কাজের মূল্যায়ন নিজের হাতে করবেন মুখ্যমন্ত্রী। এতদিন এই সরকারি আধিকারিকদের কাজের মূল্যায়ন করতেন বিভিন্ন পর্যায়ের সরকারি আমলারা। এবার থেকে তাঁদের হাতে আর সেই ক্ষমতা থাকল না। তাই প্রশ্ন উঠে গেল এবার থেকে আর আমলাদের মানবেন তো জেলা বা ব্লক স্তরের আধিকারিক রা?
এত দিন জেলা স্তরের অফিসারদের মধ্যে শুধুমাত্র জেলাশাসক ও পুলিশ সুপারের বার্ষিক গোপন রিপোর্ট (এসিআর) গ্রহণ করে চূড়ান্ত মতামত লিখতেন মুখ্যমন্ত্রী। এবার থেকে তিনি রাজ্যের সব আধিকারিকদের ক্ষেত্রে নিজেই রিপোর্ট লিখবেন।

সূত্রের খবর, বিডিওদের বার্ষিক কাজের মূল্যায়ন প্রথমে জমা দিতে হত এসডিও’র কাছে। এসডিও তা পাঠাতেন জেলাশাসকের কাছে তারপর জেলাশাসকেরা তা পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন ও গ্রহণের জন্য পাঠাতেন বিভাগীয় কমিশনারদের কাছে। নবান্নের নতুন নির্দেশে বলা হয়েছে, বিডিও’রা এসিআর জমা দেবেন জেলাশাসকের কাছে এবং সেখান থেকে বিভাগীয় কমিশনারদের অফিস ঘুরে তা পৌঁছাবে মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যের ৩৪৪ জন বিডিও, ৬৬ জন এসডিও এবং ৬৯ জন এডিএম এর এসিআরে চূড়ান্ত অনুমোদন এবং গ্রহণের কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.