Header Ads

করোনার ব্যাপক সংক্রমণ; শিলিগুড়িতে বন্ধ করা হচ্ছে দুটি বড় মার্কেট।

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি: করোনা সংক্রমণের কারনে, শিলিগুড়িতে সোমবার থেকে বন্ধ থাকবে শিলিগুড়ির টাউন স্টেশন ও টিকিয়াপাড়া বাজার শহরের সংযোজিত ওয়ার্ডের হায়দরপাড়া বাজার এবং একতিয়াশাল হাটও বন্ধ থাকবে টানা সাত দিন।  সোমবার থেকে আরও দুটি বড় বাজার বন্ধ হচ্ছে শিলিগুড়িতে। শহরে হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে।বাজার খোলা থাকলেই ভিড় উপচে পড়ছে। মানা হচ্ছে না সামাজিক দুরত্ব।অনেকেই বাজার করতে আসছেন বিনা মাস্কে।শহরের প্রতিটি ওয়ার্ডই আজ করোনা ভাইরাস আক্রান্ত।তবে শীর্ষে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নং ওয়ার্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ২৮ ও ১৮ নং ওয়ার্ড।
এই দুই ওয়ার্ডের আওতাভুক্ত দুই বাজার বন্ধ হচ্ছে সোমবার থেকে।সোমবার থেকে রবিবার টানা সাত দিন বন্ধ থাকবে ২৮ নং ওয়ার্ডের টিকিয়াপাড়া বাজার এবং ১৮ নং ওয়ার্ডের টাউন স্টেশন বাজার।সোমবার থেকে বাজার বন্ধ হলে সমস্যা বাড়বে ঠিকই, কিন্তু সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা।সকলেই আতঙ্কিত।অন্যদিকে ব্যবসায়ীর দাবী,বাজার বন্ধ করা ছাড়া দ্বিতীয় পথ খোলা নেই। শুধু এই দুই বাজারই নয়। শহরের সংযোজিত ওয়ার্ডের হায়দরপাড়া বাজার এবং একতিয়াশাল হাটও বন্ধ থাকবে টানা সাত দিন।দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে বাজার, হাট বন্ধের নির্দেশ দিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি এক বিবৃতিতে জানান, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় তিনটে ওয়ার্ড ৪৬, ২৮ এবং ১৮-তে কড়া লকডাউন মানতে হবে'।পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মন্ত্রী।৩০-এ খুলবে বিধান মার্কেট। ১ জুলাই থেকে খুলবে বন্ধ থাকা হংকং মার্কেট এবং কালিবাড়ি রোড ও নিউ সিনেমা হল রোডের দোকানও। গত শুক্রবার থেকে বন্ধ হয়েছে শালুগাড়া বাজারও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.