Header Ads

জম্মু-কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করারা পথে আরও এক ধাপ এগোল প্রশাসন ,খতম আরও ৩ জঙ্গি

নজরবন্দি ব্যুরোঃ সোমবার জম্মু-কাশ্মীরের অন্তনাগে ফের একবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির ।নিহত সন্ত্রাসীদের মধ্যে দু'জন লস্কর সন্ত্রাসী এবং একজন হিজবুল কমান্ডার মাসুদ আহমেদ ভট্ট। আপাতত ফায়ারিং বন্ধ থাকলেও গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা । সন্ত্রাসীদের কাছ থেকে একে -৪৭ সহ অনেক বিপজ্জনক অস্ত্র পাওয়া গেছে। এনকাউন্টার শেষ হয়েছে, বর্তমানে অনুসন্ধান অভিযান চলছে।
 সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ এই অভিযান পরিচালনা করেছে। উল্লেখ্য জম্মু ও কাশ্মীরে সুরক্ষা বাহিনী সন্ত্রাসের অবসান ঘটাতে একটি অভিযান পরিচালনা করছে। এ মাসে সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল এক ডজনেরও বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে। শোপিয়ান, অবন্তিপোড়া সহ অনেক এলাকায় এই অভিযান চলছে। আর এই অভিজানে বড় সাফল্য এসেছে বলে দাবী করেছে জম্মু কাশ্মির পুলিশ কারণ গত ২২ দিনে খতম করা হয়েছে ৩৮ জঙ্গিকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.