Header Ads

পাকিস্তানের করাচি শেয়ার বাজারে গ্রেনেড হামলা

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের সবচেয়ে জনবহুল এবং বড় শহর করাচিতে সোমবার সকাল সকালই চার বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল । করাচি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে এদিন আচমকাই ঢুকে পড়ে হামলা চালায় ওই চার জন বন্দুকবাজ বলে জানা গিয়েছে ।সোমবার বাজার খুলতেই পাকিস্তানকে সবচেয়ে জনবহুল এলাকা করাচি শহরে অবস্থিত স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে আচমকাই ঢুকে পড়ে চার বন্দুকবাজ। বিল্ডিংয়ের মেন গেটের সামনে তারা একটি গ্রেনেড ছোড়ে। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলি লেগে দুই দু'জন সাধারণ মানুষের মৃত্যু হয়। পুরো এলাকা পুলিশ ও রেঞ্জাররা সিল করে দিয়েছে।

যাঁরা গ্রেনেডে আহত হয়েছেন, তাঁদের মধ্যে আছেন এক পুলিশকর্মী ও স্টক এক্সচেঞ্জের একজন নিরাপত্তারক্ষী। করাচির হাই সিকিউরিটি জোনে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং অবস্থিত। সেখানে অনেকগুলি বেসরকারি ব্যাঙ্কের সদর দফতর আছে। করাচি পুলিশের প্রধান গুলাম নবি মেমন বলেন, 'জঙ্গিরা করোলা গাড়িতে চড়ে এসেছিল। চারজন মারা পড়েছে। আরও জঙ্গি আশপাশে লুকিয়ে থাকতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.