Header Ads

এবার শর্টফিল্মে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন ঋতুপর্ণা

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জন্য ঘরবন্দি প্রায় সবাই।সাধারণ মানুষ থেকে তারকা সবাই প্রায় ঘরবন্দি। ইতিমধ্যে বাংলা টেলিভিশনের কাজ শুরু হয়ে গেছে। কিন্তু বাংলা চলচ্চিত্র শিল্পীরা জগতের বিভিন্ন শিল্পীরা দর্শকদের উপহার দিয়েছেন বেশকিছু শর্ট ফিল্ম।পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকীর একটি শর্টফিল্মে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।শর্টফিল্মটির নাম 'ল্যাপটপ'।তবে শর্টফিল্মটিতে অভিনয় প্রযোজনা করেছেন ঋতুপর্ণা।শর্টফিল্মটিতে ল্যাপটপ প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন,'লকডাউনে এটা একটা ছোট্ট উদ্যোগ আমাদের।এই সময়টা আমি কিছু না কিছু করার চেষ্টা করছি, মানুষের কাছে পৌঁছে দিয়েছি। কখনও কবিতা, কখনও আড্ডা, শর্টফিল্ম বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি বাড়ি থেকে।

 দর্শক আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই তাঁদের কিছু না কিছু উপহার দিতে আমার সব সময়ই ভালো লাগে। চাকী দা অনেকদিন ধরেই আমায় এটা বলছিলেন। আর এখানে একটা সুন্দর সম্পর্কের বাঁধনের কথা বলা হয়েছে। মানুষ দূরে থেকেও কীভাবে কাছাকাছি থাকতে পারে, সেবিষয়টি দেখানো হয়েছে। আশাকরি সকলের এটা ভালো লাগবে। আমরা টিজার, পোস্টার লঞ্চ করেছি, খুব শীঘ্রই ট্রেলার লঞ্চ করবো।'শর্টফিল্মটির প্রসঙ্গে পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকী বলেন,অবসরে আমার সাথে ঋতুর প্রায় আড্ডা হয়। কিন্তু এবারের লকডাউনে অবসর সময়টা হঠাৎ করে অনেকটাই বেড়ে গেল। লকডাউনে আমাদের আড্ডায় ঘুরে ফিরে চলছে নানান পরিকল্পনা। একদিন একটা গল্প লিখে ঋতুকে শোনাতেই গল্পটা ঋতুর খুব পছন্দ হল। ও এটা নিয়ে ছবি বানাতে উৎসাহী হল।ঋতুপর্ণা সিঙ্গাপুরে বসে সেদিনই কথা বলে জানালো দুটো এন জি ও কে সাহায্য করার জন্য আমাদের এই লকডাউনের প্রয়াস।সাহেব, সোনালী, খেয়ালী, সবাই এক কথায় রাজি। আর্টিস্ট ফোরামের ব্যাস্ততার মধ্যেও অরিন্দম গঙ্গপাধ্যায় সময় করে দিলেন।
ল্যাপটপ'-এ সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন রাঘব চট্টপাধ্যায়। সম্পাদনার ভার নিয়েছেন মহম্মদ কালাম।তবে ঋতু সিঙ্গাপুরেই পুরো ছবির শুট করেছেন।ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সাহেব চট্টপাধ্যায়, সোনালী চৌধুরী, খেয়লী দস্তিদার, অরিন্দম গঙ্গোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়। জয়জীৎ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ধর, ঈশান মজুমদার, পায়েল মুখোপাধ্য়ায়, অনিন্দিতা সাহা, নবনিতা দত্ত, জয়দীপ কুণ্ডু, ইন্দ্রনীল মুখোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.