Header Ads

এবার আকাশবাণীর অন্দরে মারন ভাইরাসের থাবা।

নজরবন্দি ব্যুরো: শহর কলকাতায় তিন মাস আগেই ঘাঁটি গেড়েছে মারণ ভাইরাস। এবার সে ঢুকে পড়ল আকাশবাণী কেন্দ্রের অন্দরে। শুধু ঢুকে পড়াই নয়, সেখানকার দুই কর্মীর দেহে বাসা বাঁধতেই বিলম্ব ঘটায়নি এই মারণ ভাইরাস। আর তার এহেন অনাহুত আতিথ্যে এখন সংবাদ সম্প্রচার করাই চ্যালেঞ্জ হয়ে উঠেছে আকাশবাণী কেন্দ্র কলকাতার পক্ষে। কেননা যে দুই কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন তাঁরা সংবাদ সম্প্রচার বিভাগেরই কর্মী। তাই আহ ও আগামী দুইদিন আকাশবাণী কেন্দ্রের খবর সম্প্রচারিত হবে কর্মীদের বাড়ি থেকেই। আকাশবাণী কেন্দ্র কলকাতার যে দুই কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের নিজ নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


তবে সতর্কমূলক পদক্ষেপ হিসাবে আগামী কয়েকদিন আকাশবাণীর বার্তা বিভাগ বন্ধ রাখা হচ্ছে। ওই বিভাগ পুরো স্যানিটাইজ করে তারপর আবার খোলা হবে। ততদিন পর্যন্ত খবরের কাজ এমনকি সংবাদপাঠও করা হবে কর্মীদের বাড়ি থেকেই। গত শতাব্দির তিরিশের দশকে কলকাতা আকাশবাণী কেন্দ্রে বার্তা বিভাগ চালু হয়। সেদিন থেকে এখনও পর্যন্ত কোনওদিন বার্তা বিভাগ বন্ধ থাকেনি। কিন্তু মারন ভাইরাসের জেরে এবার সেই ঐতিহ্যবাহী যাত্রাপথের ছেদ ঘটলো।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.