Header Ads

পেট্রোল-ডিজেলের রেকর্ড মূল্য বৃদ্ধি; কেন্দ্র রাজ্যের মুনাফা কত জানেন? চমকে দেবে তথ্য।

নজরবন্দি ব্যুরোঃ আনলক ওয়ান পর্বের প্রায় শুরু থেকেই মূল্য বৃদ্ধি শুরু হয়েছে পেট্রোল ডিজেলের। জানেন নি পেট্রোল ডিজেল থেকে কত বিপুল টাকা আয় করছে রাজ্য এবং কেন্দ্রের সরকার? চমকে দেবে তথ্য। দিল্লিতে এদিন ডিজেলের দাম লিটার প্রতি ৮০.৪০ টাকা।পাশাপাশি, পেট্রোলের দাম ৮০.৩৮ টাকা।
 অন্যদিকে কলকাতায় আজ পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮২ টাকা ০৫ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ৫২ পয়সা! লকডাউনের আগে অর্থাৎ ৮২ দিন আগে শেষবার দাম বেড়েছিল পেট্রোলের। কিন্তু আনলক পর্ব শুরু হওয়ার পর প্রথম রবিবার প্রথম দাম বাড়ে এই তরল সোনার। তারপর টানা ২১ দিন! লকডাউনের জেরে জিএসটি আদায় কমার কারনে নিম্নমুখী সরকারের আয়। তাই রাজকোষের ঘাটতি মেটাতে কদিন আগে কেন্দ্র পেট্রোল ডিজেলের ওপর বিরাট পরিমান শুল্ক বৃদ্ধি করে। পেট্রলে লিটারপ্রতি ১০ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ১৩ টাকা করে শুল্ক বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে পেট্রল ও ডিজেল থেকে কেন্দ্রের ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে কেন্দ্রের সরকার৷ যদিও দাম বৃদ্ধির সময় কেন্দ্র জানিয়েছিল, এই পদক্ষেপে খোলা বাজারে জ্বালানির দামে কোনও প্রভাব পড়বে না। কিন্তু কেন্দ্রের কথার সাথে বাস্তবের মিল পাওয়া যাচ্ছে না। বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম।
এবার দেখে নিন পেট্রোল এবং ডিজেলের বর্তমান মূল্য থেকে কত আয় করছে কেন্দ্র এবং রাজ্যের সরকার।
পেট্রোলঃ
২০১৪ সালে পেট্রোলে কেন্দ্রের এক্সাইজ ডিউটি ছিল ৯ টাকা ৪০ পয়সা৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকার কাছাকাছি৷ অন্যদিকে ভ্যাট বাড়িয়েছে রাজ্য সরকারও, এখন ভ্যাট ২৫ টাকা৷ অর্থাৎ বর্তমান দাম অনুযায়ী লিটার পিছু রাজ্য সরকারের ভ্যাট ১৬ টাকা এবং সেস ১ টাকা। অর্থাৎ মোট ১৭ টাকা। পাশাপাশি ১ লিটার পেট্রোলে ডিলারের কমিশন রয়েছে ৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ বর্তমানে কলকাতায় যে পেট্রোল ৮২ টাকা ০৫ পয়সায় কিনতে হচ্ছে আমজনতা কে তার ওপর কেন্দ্র, রাজ্য এবং ডিলারের কমিশন বাবদ বসানো হয়েছে (৩৩+১৭+৩.৩০)= ৫৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আমজনতা ১ লিটার তেল কিনতে খরচ করছে ২৮ টাকা ৭৫ পয়সা এবং ট্যাক্স দিচ্ছে ৫৩ টাকা ৩০ পয়সা!
ডিজেলঃ
২০১৪ সালে ডিজেলে সাড়ে ৩ টাকা এক্সাইজ ডিউটি ছিল৷ ২০২০ তে সেটা কেন্দ্র বাড়িয়ে করেছে প্রায় ৩২ টাকা৷ অন্যদিকে ডিজেলের উপর রাজ্য সরকারের ভ্যাট রয়েছে ১৭ শতাংশ৷ অর্থাৎ প্রতি লিটার ডিজেল থেকে রাজ্য সরকার নিচ্ছে প্রায় ১০ টাকা৷ সাথে রয়েছে সেস বাবদ ১ টাকা এবং ডিলার কমিশন ২ টাকা ২২ পয়সা৷ অর্থাৎ বর্তমানে কলকাতায় যে ডিজেল ৭৫ টাকা ৫২ পয়সায় কিনতে হচ্ছে আমজনতা কে তার ওপর কেন্দ্র, রাজ্য এবং ডিলারের কমিশন বাবদ বসানো হয়েছে (৩২+১১+২.২২)= ৪৫ টাকা ২২ পয়সা। অর্থাৎ আমজনতা ১ লিটার তেল কিনতে খরচ করছে ৩০ টাকা ৩০ পয়সা এবং ট্যাক্স দিচ্ছে ৪৫ টাকা ২২ পয়সা!  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.