Header Ads

অগস্টের আগে ভারতীয় দলের অনুশীলন সম্ভব নয়, জানিয়ে দিলেন সৌরভ

নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেট শুরু না করা গেলেও জুলাই থেকে ম্যাচ ফিট হয়ে ওঠার জন্য অন্তত অনুশীলন শুরু করবেন কোহলিরা। এমনটাই প্রত্যাশা ছিল ক্রিকেট অনুরাগীদের। কিন্তু অনুরাগীদের খারাপ খবর শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের যা পরিস্থিতি তাতে অগস্টের আগে ভারতীয় দলের জন্য নিরাপদ অনুশীলনের ব্যবস্থা করা সম্ভব নয়। দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে সাফ জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।আগামী মাসের ৮ জুলাই থেকে ইংল্যান্ডে ফিরছে ক্রিকেট। পাকিস্তান দলও ইংল্যান্ড পৌছে গিয়েছে অগাস্টে সিরিজ খেলতে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও শুরু করেছে তাদের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব দেশই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করেছে। ব্যতিক্রম শুধু ভারত।
 তবে ভারতে যেভাবে দিনের পর দিন করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে ধীরে চলো নীতি নিয়ছে বিসিসিআই। বিসিসিআই (BCCI) জানিয়েছে, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়ে একটা ক্যাম্প করা হবে। প্রথম শোনা যাচ্ছিল জুলাইয়ে ক্যাম্প হতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে আদৌ তা সম্ভব হয়তো হবে না। বিমান ব্যবস্থা চালু হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বিরাটদের শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে সফর বাতিল করে করে দেওয়া হয়েছে। ফলে সামনে কোনও সিরিজও নেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.