রাজ্যে দূর্বার গতি করোনার! ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২৪ জন; মৃত্যু ১৪ জনের। #BreakingNews
অন্যদিকে ২৪ ঘন্টায় সংক্রমণের তীব্রতায় ভেঙে গিয়েছে রাজ্যের করোনা ইতিহাসের সমস্ত রেকর্ড। রাজ্যে রেকর্ড সৃষ্টি করে আজ আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। নতুন ৬২৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৭ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৪ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৩। তবে আক্রান্তের সংখ্যা বা মৃত্যু বাড়ার পাশাপাশি রাজ্যে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫২৬ জন।
এদিনের ৫২৬ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৭১৯ জন। এদিন ৫২৬ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৫.৪৪ শতাংশ। এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৩৫ জন। অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৮৪! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৫১৩ টি, যা গতকালে থেকে ১ হাজারেরও বেশি সংখ্যায় কমেছে। গতকাল টেস্ট হয়েছিল ১০ হাজার ৫৬৩ টি। অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৫ হাজার ৩১৬ জনের। সংক্রমণের নিরিখে দেশের সব রাজ্য গুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
Loading...
কোন মন্তব্য নেই