এবার ঘরে বসেই এক ফোনে পাবেন করোনার চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে দেশে। গত ২৪ ঘণ্টায় ১৯,৪৫৯ জন করোনা ভাইরাসের কবলে পড়লেন। এর পর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮। রাজ্যে ১৭,২৮৩ জন আক্রান্ত করোনাতে। ফলে অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে।এর পর সংক্রমণের সংখ্যা আরও বাড়লে রাজ্যের হাসপাতাল গুলিতে কি করে চিকিৎসা করা যাবে তা নিয়ে চিন্তায় রাজ্য সরকার। অপর দিকে প্রত্যন্ত গ্রাম গুলিতে কোন ব্যক্তি আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে আসা সম্ভব হচ্ছে না সব সময় ফলে আরও অসুস্থ হয়ে পড়ছেন।
তাদের কথা মাথায় রেখে 'মানবিক' সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চালু হচ্ছে টেলি মেডিসিন পরিষেবা। অর্থাত্ ঘরে বসেই এবার এক ফোনে চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অসুস্থরা। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আগামী ১ জুলাই চিকিত্সক দিবসেই বেলা বারোটা থেকে ওই পরিষেবা চালু হচ্ছে।'
তাদের কথা মাথায় রেখে 'মানবিক' সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চালু হচ্ছে টেলি মেডিসিন পরিষেবা। অর্থাত্ ঘরে বসেই এবার এক ফোনে চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অসুস্থরা। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আগামী ১ জুলাই চিকিত্সক দিবসেই বেলা বারোটা থেকে ওই পরিষেবা চালু হচ্ছে।'
Loading...
কোন মন্তব্য নেই