সেনা পিছতে রাজি হল চিন; আর সংঘর্ষ নয়, একমত দুই দেশ। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ ১১ ঘন্টা ম্যারাথন বৈঠকের শেষে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে নিজেদের সেনা কে পিছিয়ে নিতে সম্মত হল চিন। সেনা সূত্রে খবর, পূর্ব লাদাখের চুসুল লাগোয় মলডো অঞ্চলে হৃদ্যতাপূর্ণ পরিবেশে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে।যার ফলে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাতের এলাকা গুলো থেকে সেনা পিছোনোর বিষয়ে সম্মতি দিয়েছে চিন।
উল্লেখ্য এর আগে গত ৬ই জুন সেনা কর্তারা বৈঠক করেছিলেন। তখনও সীমান্তে যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে আলচনা হয়। এবং দুই দেশের সেনাই পিছিয়ে আসে। যদিও সেনা পিছনোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল সেবারও কিন্তু সেই সিদ্ধান্ত কতটা কার্যকর করেছে চিন তা দেখতে গিয়ে ফের সংঘর্ষ হয়। যার ফলে, কর্নেল সন্তোষ বাবু-সহ ২০ ভারতীয় সেনা নিহত হন ১৫ই জুন রাতে ঘটা সংঘর্ষে। পাশাপাশি চিনের পক্ষেও কয়েক জন সেনা নিহত হন, যদিও সেই সংখ্যাটা কত তা প্রকাশ করেনি চিন। সূত্রের খব ৪৩ জন চিনা জওয়ান নিহত হয়েছিল ভারতীয় জওয়ানদের পাল্টা আঘাতে।
আর এদিন ১৪ নম্বর কোরের লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ এবং চিনের পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের মেজর জেনারেল লিন লিউয়ের প্রায় ১১ ঘণ্টা বৈঠক হয় এবং শেষ পর্যন্ত দু পক্ষই সেনা পিছিয়ে নেওয়ার ব্যাপারে ঐক্যমত পোষন করেছে।
আর এদিন ১৪ নম্বর কোরের লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ এবং চিনের পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের মেজর জেনারেল লিন লিউয়ের প্রায় ১১ ঘণ্টা বৈঠক হয় এবং শেষ পর্যন্ত দু পক্ষই সেনা পিছিয়ে নেওয়ার ব্যাপারে ঐক্যমত পোষন করেছে।
কোন মন্তব্য নেই