Header Ads

এবার থেকে প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিল এই রাজ্য!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশ করোনা ভাইরাসের কারণে বেশ ব্যতিব্যস্ত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাব অনুসারে, ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন, যা রেকর্ড। মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। এদিকে ভারতবর্ষে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫ লাখ। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার ৬৯২ জন।


করোনা ভাইরাসের কারণে গোটা দেশে দু-মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে বন্ধ ছিল একাধিক সরকার অফিস। যদিও আনলক-ওয়ান পর্ব শুরু হওয়াতে নিয়ম মেনে গোটা দেশ জুড়ে খুলছে সরকারি অফিস।

এবার থেকে ছুটির দিন, রবিবার যেন সেভাবে লোকে বাইরে বেরিয়ে জমায়েত না করেন। তাই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে রবিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। এই নয়া নির্দেশিকা কার্যকর হবে ৫ জুলাই থেকে। করোনার বাড়বাড়ন্তের জন্য এভাবেই নিয়ম শুরু করল কর্নাটক। এসেনশিয়াল সার্ভিস বা অপরিহার্য পরিষেবাতে শুধুমাত্র মিলবে ছাড়। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর অফিস থেকে ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.