Header Ads

'ফেক' খবর ছড়িয়েছে আইটি সেল; সিপিআইএমের কাছে ক্ষমা চাইল বিজেপি।

নজরবন্দি ব্যুরোঃ 'ফেক' খবর ছড়িয়েছে আইটি সেল; সিপিআইএমের কাছে ক্ষমা চাইল বিজেপি! কদিন আগে সিপিআইএমের দলীয় মুখপত্র গনশক্তিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় লাদাখ ইস্যুতে, সেই খবরের একটি অংশ কে তুলে ধরে বিজেপি সমর্থকরা সোশ্যাল মিডিয়ার জোর কদমে বামেদের বিরুদ্ধে দেশবিরোধী প্রচার শুরু করে। খবরের নির্দিষ্ট অংশ কে তুলে ধরে বিজেপি সমর্থক এবং আইটি সেলের কর্মীরা ব্যাপকতম প্রচারে যান এবং সিপিআইএম কে দেশদ্রোহী আখ্যা দেন।
শেষে অবস্থা এমন যায়গায় পৌঁছায় যে বিজেপির কেন্দ্রীয় শীর্ষনেতা তথা সাধারন সম্পাদক রাম মাধব টেলিভিশনের অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় সেই খবরের বিকৃত অংশ তুলে ধরেন।
উল্লেখ্য কদিন আগে গনশক্তিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যাতে সম্পূর্ণ খবর টির মধ্যে চিনা বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিবের একটি বক্তব্য ছিল। বিজেপি আইটি সেল সম্পূর্ণ খবর টি প্রকাশ না করে চিনের বক্তব্যের অংশটুকু সিপিআইএম বা বামেদের বক্তব্য বলে প্রচার করতে থাকে।
এদিন নিজেদের আইটি সেলের সেই বিকৃত করা খবর কে বিশ্বাস করে বক্তন্য রেখে নিজের ভুল বুঝতে পেরেছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতা রাম মাধব। তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন সিপিআইএমের কাছে এবং দুঃখ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, সিপিআইএম নেতা মহম্মদ সেলিম রাম মাধবের বক্তব্যের ফুটেজ ট্যুইটারে আপলোড করে রাম মাধবকে সেটা ট্যাগ করে মন্তব্য করেন, বিজেপির সাধারণ সম্পাদক তথা বিদেশনীতি বিশেষজ্ঞ রাম মাধব একটি ফেক খবর টেলিভিশনে তুলে ধরেছেন। কারণ প্রতিবেদনটি বিকৃত করা হচ্ছে। এরপর রাম মাধব খোঁজ খবর নিয়ে দেখেন এবং স্বীকার করে নেন, সেলিম ঠিক। তিনি যে ব্যাখ্যা করেছিলেন সেটা ভুল। ওই ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.