Header Ads

করোনা আতঙ্ক; হোম কোয়ারেন্টিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো: রাজ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। এবার হোম কোয়ারেন্টিনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকেই খবর রটতে শুরু করে করোনা আক্রান্ত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে খোদ সাংসদই জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে তাঁর বাড়ির এক নিরাপত্তারক্ষীর শরীরে সম্প্রতি করোনার সংক্রমণ ধরা পড়েছে।
এর পরেই তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
শ্রীরামপুরের সাংসদের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির নিরাপত্তা রক্ষী করোনাতে আক্রান্ত হন। তাঁকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরেই ১২ জনের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার সকালেই সাংসদ, তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। যদিও রিপোর্ট এখনও হাতে আসে নি। রিপোর্ট আসার পরই বিষয়টি পরিষ্কার হবে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.