মেয়ে শ্বেতা বচ্চন এর সাথে জমিয়ে নাচলেন মা জয়া বচ্চন,দেখে নিন ভাইরাল ভিডিও
নজরবন্দি ব্যুরোঃ রাজকুমার রাও কৃতি ও শ্যানন, অভিনীত ছবি সাদি মে জরুর আনা র গান পাল্লো লাটকে গানে নাচলেন জয়া বচ্চন। মায়ের সাথে পাল্লা দিয়ে নাচলেন মেয়ে শ্বেতা বচ্চন।অমিতাভ ও জয়া বচ্চনের ৪৫ তম বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে মা ও মেয়ের এই নাচের ভিডিও। এই ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মা ও মেয়ের রসায়ন কতটা সুন্দর।
তবে এই নাচের ভিডিওটি করা হয়েছিল অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুরের বিয়ের সংগীত পার্টিতে।সেখানে মেয়ে শ্বেতার সাথে জমিয়ে নেচেছিলেন মা জয়া।শ্বেতা ও জয়ার মাঝখানে দেখা গেল আরেক ব্যক্তিকে নাচতে। তিনি হলেন বলিউডের কোরিওগ্রাফার রাজেন্দ্র সিং।নিচের লিংকে ক্লিক করে দেখে নিন শ্বেতা ও জয়ার নাচের ভিডিও।
https://www.instagram.com/p/BlKz_MsHjHQ/
তবে এই নাচের ভিডিওটি করা হয়েছিল অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুরের বিয়ের সংগীত পার্টিতে।সেখানে মেয়ে শ্বেতার সাথে জমিয়ে নেচেছিলেন মা জয়া।শ্বেতা ও জয়ার মাঝখানে দেখা গেল আরেক ব্যক্তিকে নাচতে। তিনি হলেন বলিউডের কোরিওগ্রাফার রাজেন্দ্র সিং।নিচের লিংকে ক্লিক করে দেখে নিন শ্বেতা ও জয়ার নাচের ভিডিও।
https://www.instagram.com/p/BlKz_MsHjHQ/
কোন মন্তব্য নেই