এবার খুলছে দক্ষিণেশ্বর মন্দির।
নজরবন্দি ব্যুরো: ১ লা জুন থেকে শুরু হয়েছে আনলক ১।পঞ্চম দফার লকডাউনে ছাড়পত্র পেয়েছে সব ধর্মের ধর্মীয় স্থানগুলি। ছাড়পত্র অনুযায়ী অনেক মন্দির খুললেও এখনও খোলেনি দক্ষিণেশ্বর মন্দির। কিন্তু এইবার ট্রায়াল হিসেবে ৮ ই জুন ও ১০ ই জুন খুলবে মন্দিরের দরজা। প্রাথমিকভাবে ভেতরে ঢুকতে পারবে ৬০ জন দর্শনার্থী। যদি এই পদ্ধতি কার্যকর হয় পরবর্তীকালে সর্বসাধারণের জন্য খোলা হবে মন্দির।মন্দির সূত্রে খবর মন্দিরের প্রধান পুরোহিত ও সেবকরা পিপিই কিট পড়ে পুজো করবে।
ভক্তদের মাক্স পরা বাধ্যতামূলক।মন্দিরে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে। শরীরের তাপমাত্রা নির্ধারণ করে ভেতরে প্রবেশের অনুমতি পাবেন ভক্তরা। মন্দিরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে নজরদারি রাখা হবে। ৮ ই জুন সকালে আড়াই ঘন্টা বিকেলে আড়াই ঘন্টা মন্দির খোলা হবে। ১০ ই জুন একই নিয়মে মন্দির খোলা হবে। কিন্তু রামকৃষ্ণদেবের ঘর এখনই খোলা হবে না।
ভক্তদের মাক্স পরা বাধ্যতামূলক।মন্দিরে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে। শরীরের তাপমাত্রা নির্ধারণ করে ভেতরে প্রবেশের অনুমতি পাবেন ভক্তরা। মন্দিরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে নজরদারি রাখা হবে। ৮ ই জুন সকালে আড়াই ঘন্টা বিকেলে আড়াই ঘন্টা মন্দির খোলা হবে। ১০ ই জুন একই নিয়মে মন্দির খোলা হবে। কিন্তু রামকৃষ্ণদেবের ঘর এখনই খোলা হবে না।
কোন মন্তব্য নেই