Header Ads

মৃত ৩৫৫; ব্যাপক হারে সংক্রমণ বাড়ল রাজ্যজুড়ে। আজকের বুলেটিন #Exclusive

corona virus in india,coronavirus in india,coronavirus in west bengal,coronavirus update in india,corona virus india,coronavirus outbreak in india latest news updates,west bengal coronavirus,coronavirus cases in india,west bengal coronavirus cases,coronavirus in delhi,coronavirus scare in india,west bengal coronavirus news,west bengal coronavirus crisis,west bengal,corona virus,corona virus outbreak,coronavirus outbreak in india,impact of coronavirus in india,lockdown in west bengal
নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্বজুড়ে হুহু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ; গত ১৫ দিন আমাদের দেশেও সংক্রমনের গতি বেড়েছে ব্যাপক হারে। ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৬১ জন, মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৭ জনের।
ফের মৃত্যু বাড়ল হাওড়ায়; দেখুন আজকের জেলা ভিত্তিক পরিসংখ্যান। #Exclusive
 এখন পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যার প্রায় অর্ধেক সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এখন পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৫৫৩। ১৩৭ কোটি জনসংখ্যার ভারতে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ৪২ লক্ষ ৪২ হাজার ৭১৮ জনের যা প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু ৩ হাজার ৭৭।

অন্যদিকে রাজ্যের দ্রুত বাড়ছে সংক্রমনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৬৮ জন। নতুন ৩৬৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৭৬ জন। রাজ্যের প্রত্যেক জেলাতেই সংক্রমণ পাওয়া গেছে, সবথেকে বেশি সংক্রামিতের খোঁজ মিলেছে কলকাতায়। এদিনের বুলেটিনে রাজ্যসরকার জানিয়েছেন নতুন করে গত ২৪ ঘন্তায় মৃত্যু বেড়েছে আরও ১০ টি। যা নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৫(৭২ টি মৃত্যুর ক্ষেত্রে করোনা সংক্রামিত কিন্তু অন্য কারনে মৃত্যু বলে জানিয়েছে রাজ্য সরকার, শেষ তথ্য প্রকাশিত হয়েছে গত ৩০শে এপ্রিল)। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ১৮৮ জন সুস্থ হয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৮৮ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৭৫৩ জন।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৬০৬ টি যা নিয়ে রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ৮৩১। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ২ হাজার ৬৮৭ জনের।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.