আগামী কাল দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর!
নজরবন্দি ব্যুরো: আমফানের ঘা এখনও শুকোয়নি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষকরে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি সমস্ত পরিষেবা। সামগ্রিক পরিস্থিতির মোকাবিলায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেলে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। দলের সমস্ত বিধায়ককে হাজির থাকতে নির্দেশিকা দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ, আমফান বিপর্যয় নিয়ে আলোচনার পাশাপাশি উঠতে পারে ফিরহাদ হাকিম ও সাধন পাণ্ডের প্রসঙ্গ।
বর্তমান পরিস্থিতিতে একাধিক ইস্যুতে আগেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলের প্রতিনিধিরা।
রাজ্যের গেরুয়া শিবির স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাও চেয়েছেন। এর মাঝেই আমফানের জেরে বিধ্বস্ত কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। এখানেও নানা ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, কোথাও যথাযথ ত্রাণ বিলি হয়নি। কোথাও ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিদ্যুৎ-জল সরবরাহ স্বাভাবিক হয়নি। কলকাতা পৌরনিগমের আগাম সতর্কতা অবলম্বন ও পদক্ষেপ নেওয়ার পরে বহু অনিয়মের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় আরও গুরুত্বপূর্ণ রূপরেখা তৈরি হতে পারে কালকের বৈঠকে।
বর্তমান পরিস্থিতিতে একাধিক ইস্যুতে আগেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলের প্রতিনিধিরা।
রাজ্যের গেরুয়া শিবির স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাও চেয়েছেন। এর মাঝেই আমফানের জেরে বিধ্বস্ত কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। এখানেও নানা ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, কোথাও যথাযথ ত্রাণ বিলি হয়নি। কোথাও ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিদ্যুৎ-জল সরবরাহ স্বাভাবিক হয়নি। কলকাতা পৌরনিগমের আগাম সতর্কতা অবলম্বন ও পদক্ষেপ নেওয়ার পরে বহু অনিয়মের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় আরও গুরুত্বপূর্ণ রূপরেখা তৈরি হতে পারে কালকের বৈঠকে।
কোন মন্তব্য নেই