Header Ads

চেনা ছকে খেলছে বিজেপি; সরকার গড়ার দাবি জানাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব

নজরবন্দি ব্যুরো: শেষ কয়েক দিন প্রচারের শিরোনামে আছে মণীপুর। মণিপুরের অভ্যান্তরিন রাজনৈতিক উত্তেজনায় নতুন মোড় নিতে চলেছে। এবার কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইবোবি সিংকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছর দায়ের হওয়া একটি দুর্নীতির মামলায় ফের তৎপর সিবিআই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন মণিপুর ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি সংস্থার মাধ্যমে ৩৩০ কোটি টাকারও বেশি নয়ছয় করেছেন তিনি। ইবোবি সিং ছাড়াও ওই সংস্থার সঙ্গে যুক্ত দুই কর্তার বিরুদ্ধেও ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
তদন্তের গতি বাড়াতে ইতিমধ্যে সিবিআইয়ের একটি দল দিল্লি থেকে উড়ে গিয়েছে ইম্ফলে। সেখানেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা চলছে। অপরদিকে, সংকটের মধ্যেও উত্তরপূর্বের এই রাজ্যে সরকার বাঁচানোর ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। ফের 'হিমন্ত ম্যাজিক'-এর অপেক্ষায় আছে বিজেপি নেতৃত্ব। মণিপুরের সংখ্যালঘু হয়ে পড়া বিজেপি সরকারও বাঁচিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিজেপির একাধিক নেতা।
 ঘটনা প্রবাহ অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। দুদিন আগে পর্যন্ত যে ৪ এনপিপি বিধায়ক বিজেপি নেতাদের সঙ্গে কথা পর্যন্ত বলছিলেন না, তাঁরাই এখন বিজেপি নেতাদের জিম্মায় আছেন। মতবিরোধ এখনও না মিটলেও, সমস্যা সমাধানের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.