Header Ads

মহিলা ফুটবল বিশ্বকাপের ৭ টি ম্যাচ পেল কোলকাতা

নজরবন্দি ব্যুরো: ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। কলকাতায় হবে ৭টি ম্যাচ।১৭ ফেব্রুয়ারি গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অভিযান শুরু ভারতের। ওই দিনই টুর্নামেন্টের উদ্বোধন।কলকাতায় সি-গ্রুপের পাঁচটা-সহ ডি-গ্রুপের একটি ম্যাচ হবে। তারিখ নির্ধারিত হরেছে যথাক্রমে ১৮,২১ এবং ২৪ ফেব্রুয়ারি। প্রত্যেকদিন দুটো করে ম্যাচ। ২৮ ফেব্রুয়ারির কোয়ার্টার ফাইনাল কলকাতায়।
 প্রতিযোগিতার ফাইনাল ৭মার্চ, ২০২১। ফাইনাল, একটি সেমিফাইনাল (৩মার্চ) এবং তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচ হবে নভি মুম্বইতে। অপর সেমিফাইনাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।উল্লেখ্য যে, এই টুর্নামেন্ট চলতি বছরের ২ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংহারের জন্যে আগামি বছরের জন্যে পিছিয়ে দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.