ইসলামাবাদে তৈরি হতে চলেছে প্রথম হিন্দু মন্দির
নজরবন্দি ব্যুরো: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তৈরি হতে চলেছে প্রথম হিন্দু মন্দির। শহরের বাইরে গিয়ে যাতে আর হিন্দু ধর্মাবলম্বীদের পুজোর কাজ করতে না হয়, তাই এই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। প্রথমবারের জন্য এই মন্দির তৈরি হচ্ছে পাকিস্তানের রাজধানীতে।গত মঙ্গলবার মন্দির তৈরীর জন্য ভুমি পূজা সম্পন্ন করেছেন পাকিস্তানের মানবাধিকারের সংসদীয় সচিব লাল চাঁদ। এমন মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন ইসলামাবাদ ও তার আশপাশের অঞ্চলে ১৯৪৭ সালের আগে একাধিক মন্দির ছিল। এখনও সোদপুর গ্রামে নদীর পাশে দুটি মন্দির রয়েছে। যদিও তা ব্যবহার করা হয় না।
পাক সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, ইসলামাবাদে হিন্দু জনসংখ্যা গত দুই দশকে অনেকটাই বেড়েছে আর সেহেতু মন্দিরের দাবি উঠেছে। পাশাপাশি হিন্দুদের দাহ করার কোনও শ্মশানও ইসালামাবাদে নেই। সেটিও আলাদা করে একটি তৈরি করা হবে। ইসলামাবাদ হিন্দু পঞ্চাযেত মন্দিরের নাম দিয়েছে শ্রী কৃষ্ণ মন্দির, যেটি তৈরি হবে প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা জুড়ে। এই মন্দির তৈরির সমস্ত খরচ পাকিস্তান সরকার বহন করবে বলেও জানিয়েছেন পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী। মন্দির তৈরিতে খরচ হবে প্রায় ১০ কোটি পাকিস্তানি টাকা।
পাক সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, ইসলামাবাদে হিন্দু জনসংখ্যা গত দুই দশকে অনেকটাই বেড়েছে আর সেহেতু মন্দিরের দাবি উঠেছে। পাশাপাশি হিন্দুদের দাহ করার কোনও শ্মশানও ইসালামাবাদে নেই। সেটিও আলাদা করে একটি তৈরি করা হবে। ইসলামাবাদ হিন্দু পঞ্চাযেত মন্দিরের নাম দিয়েছে শ্রী কৃষ্ণ মন্দির, যেটি তৈরি হবে প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা জুড়ে। এই মন্দির তৈরির সমস্ত খরচ পাকিস্তান সরকার বহন করবে বলেও জানিয়েছেন পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী। মন্দির তৈরিতে খরচ হবে প্রায় ১০ কোটি পাকিস্তানি টাকা।
কোন মন্তব্য নেই