Header Ads

১৩ টি রুটে একতরফা ভাবে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন বাস মালিকরা৷

নজরবন্দি ব্যুরো : শহরে বেসরকারি বাস পরিষেবা চালু হবে, সরকারি এই ঘোষণার পর থেকেই বাস ভাড়া বৃদ্ধি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। বাস পরিষেবা শুরুর আগে থেকেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বেসরকারি বাস মালিকরা। সরকারের কাছে ভাড়া বৃদ্ধির দাবি জানায় বাস মালিক সংগঠনগুলি। কারণ দীর্ঘসময় ধরে চলা লকডাউন এবং জ্বালানির দাম বৃদ্ধির ফলেই তাদের এই দাবি। জটিলতা এখনো কাটেনি। বেসরকারি বাস পরিষেবা মিলবে কি না? এবং তার ভাড়া কত হবে এই নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বাস মালিক থেকে শুরু করে নিত্যযাত্রী সকলেই। এই বিষয় নিয়ে এখন কোন সিদ্ধান্ত নেয়নি সরকার। এই পরিস্থিতিতে একতরফা ভাবেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন বাস মালিকরা৷ ১৩ টি রুটের বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাস মালিকরা। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, বাসে উঠলেই ভাড়া দিতে হবে ১০ টাকা৷
 তার পর প্রতি স্টেজে ভাড়া দিতে হবে ৫ টাকা করে। বাস মালিকরা জানিয়েছেন, ডিজেলের অস্বাভাবিক মূলবৃদ্ধির ফলেই তাদের এই সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে পুরনো ভাড়ায় বাস চালানো কঠিন হয়ে দাড়াচ্ছে। তাই একতরফা ভাবে ১৩টি রুটের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাসে উঠলেই নিন্মতম ভাড়া দিতে হবে ১০ টাকা। তার পর প্রতি স্টপেজে ভাড়া দিতে হবে ৫ টাকা করে। যে রুট গুলির ভাড়া বৃদ্ধি করা হল, সে গুলি হল- 223, 221,219,219/1,KB-21, 93,30D,DN-8,30-B,30-B/1,45A,45B৷ এই সমস্ত রুটের বাস মালিকরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ভাড়া বৃদ্ধি না করলে তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.