Header Ads

সাবধান, প্রবল বৃষ্টি সাথে বজ্রবিদ্যুৎ ধেয়ে আসছে বঙ্গে।

নজরবন্দি ব্যুরোঃ প্রবল বৃষ্টিপাতের কারনে উত্তরবঙ্গের একাধিক জায়গায় প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন ভারী বৃষ্টি চলবে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। কিন্তু সোমবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। সোমবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গবাসি মঙ্গলবার বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই পেলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.