স্বস্তির খবর; শহরে ১৪ শতাংশের শরীরে অ্যান্টিবডি
নজরবন্দি ব্যুরো: রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসের আতঙ্ক। দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব অনুসারে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২১ জন। নতুন ৫২১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১১ জন। মৃত্যু বেড়েছে আরও ১৩ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৯।
এমন সময়ে শহরে ২০০ জনের মধ্যে ২৯ জনের দেহেই রয়েছে করোনা অ্যান্টিবডি। অর্থাৎ এই ব্যক্তিরা নিজেদের অজান্তেই করোনা আক্রান্ত হয়ে নিজে থেকেই আবার সুস্থ হয়ে উঠছেন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা।
সম্প্রতি কলকাতা-সহ ৬ জেলার মোট ২,৪০০ লোকের থেকে নমুনা সংগ্রহ করে সেরোলজিকাল সার্ভে করে আইসিএমআর। শনিবার সেই রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে। সেখানেই জানান হয়েছে, কলকাতায় ১৪.৩৯ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। যা কিছুটা স্বস্তি দেবে চিকিৎসকদের।
এমন সময়ে শহরে ২০০ জনের মধ্যে ২৯ জনের দেহেই রয়েছে করোনা অ্যান্টিবডি। অর্থাৎ এই ব্যক্তিরা নিজেদের অজান্তেই করোনা আক্রান্ত হয়ে নিজে থেকেই আবার সুস্থ হয়ে উঠছেন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা।
সম্প্রতি কলকাতা-সহ ৬ জেলার মোট ২,৪০০ লোকের থেকে নমুনা সংগ্রহ করে সেরোলজিকাল সার্ভে করে আইসিএমআর। শনিবার সেই রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে। সেখানেই জানান হয়েছে, কলকাতায় ১৪.৩৯ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। যা কিছুটা স্বস্তি দেবে চিকিৎসকদের।

No comments