Header Ads

'লকডাউনের মাঝে ফিরে এসেছে প্রাক্তন প্রেমিকা কি করবেন প্রেমিক?' দেখুন Ex ফ্যাক্টর

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন আমাদের বুঝিয়ে দিল সম্পর্কের অর্থ। কারণ এই লকডাউনে আমরা নিজেদের সাথে সময় কাটিয়েছি। কি চেয়েছি, কি হারিয়েছি, কি পেয়েছি, সবই বুঝে গেছি এই লকডাউনের আমরা। কর্মব্যস্ত জীবন থেকে ছুটি পেয়ে চিনেছি নিজেদের সত্তা। এই লকডাউনের মাঝে কোনদিনও কি মনে হয়েছে প্রাক্তনকে ফোন করার কথা? দুঃখ-কষ্ট আনন্দ সব কিছুর মাঝেই সারাদিনে একবার হলেও কি মনে পড়েছে প্রাক্তনের কথা? হয়তো পুরানো সম্পর্কটি ছিল কষ্টে ভরা, কিন্তু তাতে কি একটু ও সুখ ছিল না? আনন্দ ছিল না? যদি আরেকবার নতুন করে সম্পর্কটা করা যায় তাহলে কেমন হয়? এইরকম হাজারো প্রশ্ন কিন্তু এই লকডাউনের মাঝে মনে এসেছে বহু সিঙ্গেলদের। দু বছরের সম্পর্ক বিচ্ছেদের পরও এই লকডাউনে ভূমিকা ফোন করেছিল প্রাক্তন প্রেমিক ঋদ্ধি কে।সম্পর্ক বিচ্ছেদ হলেও ভালোবাসার কি কোনদিন ও বিচ্ছেদ হয়? কিন্তু যে কারণে তাদের সম্পর্ক ভেঙে ছিল সেটা যে এখনো বেঁচে আছে তাদের মধ্যে। আর সেটা হলো Ego।Ego ভেঙে কি ভূমিকা আর ঋদ্ধির সম্পর্ক ঠিক হবে? এই প্রশ্নের উত্তরের জন্য দেখতে হবে পরিচালক শুভ্রাংশু রায় পরিচালিত সিরিজ Ex ফ্যাক্টর।ইতিমধ্যেই Ex ফ্যাক্টর সিরিজের দুটি এপিসোড মুক্তি পেয়েছে দর্শকদের প্রতিক্রিয়া ও বেশ ভালো।এই সিরিজে ঋদ্ধির ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চৌধুরী। ভূমিকার চরিত্রে অভিনয় করেছেন পূজা মালিজা। বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন সৌর, রিনা, তুষার মাঝি, অভিষেক মুখার্জি, তুহিন রায়।Ex ফ্যাক্টর সিরিজে সম্পাদনা করেছেন সৃঞ্জয় সিনহা রায়। পাশাপাশি এই সিরিজে যে জিনিসটি সবার মন কাড়বে সেটি হলো সিরিজের সংগীতের ব্যবহার।Ex সেক্টর সিরিজটির সংগীত নির্মাণ করেছেন den (5 string studio)।সিরিজটিতে গান গেয়েছেন সুমন ভট্টাচার্য। ইতিমধ্যেই Ex ফ্যাক্টর সিরিজের দুটি এপিসোড মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আরও দুটি এপিসোড।নিচের লিংকে ক্লিক করে দেখে নিন Ex সিরিজের দুটি এপিসোড।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.