Header Ads

ফের উত্তপ্ত খেজুরি; গুলিবিদ্ধ বিজেপি নেতা

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে রাজ্যে। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে হিমশিম খাচ্ছে রাজ্য। এমন পরিস্থিতিতে তৃনমূল ও বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল খেজুরিতে।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক পবিত্র দাস। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন তিনি।
আমফানের ত্রাণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বেশ কয়েকদিন ধরেই স্থানীয় বিজেপি নেতৃত্ব খেজুরির গোসাইচক গ্রামে প্রতিবাদ জানাচ্ছিলেন।  অভিযোগ, সেই কারণেই গতকাল বিজেপি নেতা সুব্রত দাসকে একা পেয়ে মারধর করে তৃণমূল কর্মী-সমর্থকরা।
এই মারধরের ঘটনায় আগেই তৃণমূলের বিরুদ্ধে খেজুরি থানায় অভিযোগ জানানো হয়। এরপর রাতে ফের সুব্রত দাসের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। মারধর করা হয় সুব্রতর পরিবারের সদস্যদের। তাঁদের গুরুতর অবস্থায় তমলুক হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
 অপরদিকে আজ সকাল থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খেজুরির গোসাইচক গ্রামে বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করে বলে অভিযোগ। মারধরও করা হয়। এরপরেই দু-পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, দফায় দফায় গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ছোঁড়া হয় বোমাও। অভিযোগ, তখনই গুলিবিদ্ধ হন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক পবিত্র দাস। উত্তেজনা বাড়ার কারণে বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.