Header Ads

করোনা সংক্রমনে মৃত্যুপুরী ইতালিকে আগামী ৪৮ ঘন্টায় পেছনে ফেলবে ভারত।#BreakingNews

coronavirus in india,coronavirus cases in india,coronavirus india,corona virus,india,coronavirus total cases in india,india today,corona in india,india coronavirus,coronavirus update in india,india today news,india news,india lockdown,india today headlines,corona,coronavirus in india news,virus,corona virus cases in india,coronavirus in india update,coronavirus in india numbers,coronavirus death in india,coronavirus scare in india,coronavirus in india live updates,coronavirus india lockdown
নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্বজুড়ে হুহু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ; গত ১৫ দিন আমাদের দেশেও সংক্রমনের গতি বেড়েছে ব্যাপক হারে। এই মুহুর্তে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৫ লক্ষ ৮৬ হাজার ১০ জন। এই বিপুল সংক্রামিতের মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ২০৬ জনের।  সব দেশের মধ্যে বেশি আক্রান্তের সংখ্যা আমেরিকায়, সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ২ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯ হাজার ১৪৬ জনের।
এখন পর্যন্ত আমেরিকায় টেস্ট করা হয়েছে ১ কোটি ৯১ লক্ষ ২০ জনের। অন্যদিকে ভারতের আক্রান্তের সংখ্যাও বাড়ছে হুহু করে, ভারতে সংক্রমনের যা গতি তাতে আগামী ৪৮ ঘন্তার মধ্যে ইতালি কে ছাপিয়ে যাবে ভারতের সংক্রমণ। ইতালি এই মুহুর্তে রয়েছে বিশ্বের ষষ্ঠ স্থানে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৩ হাজার ৮৩৬ জন। মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬০১ জনের। ৬ কোটি ৪ লক্ষ জনসংখ্যার দেশ ইতালিতে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ৩৯ লক্ষ ৯৯ হাজার ৯৯১ টি যা প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু ৬৬ হাজার ১৪৪। অন্যদিকে আমাদের দেশ ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার ৬৪৮, মৃত্যু হয়েছে ৬ হাজার ৯১ জনের। ১৩৭ কোটি জনসংখ্যার ভারতে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ৪২ লক্ষ ৪২ হাজার ৭১৮ জনের যা প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু মাত্র ৩ হাজার ৭৭।  

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.