Header Ads

বিশ্ব সাইকেল দিবসের দিনই বন্ধ হল অ্যাটলাস সাইকেল কোম্পানি, কর্মহীন ৭০০ শ্রমিক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েক বছর ধরেই ধুঁকছিল, করোনাভাইরাস লকডাউনের কারণে ক্ষতি মাত্রা ছাড়াচ্ছিল। সেই কারণে বন্ধ হয়ে গেল দেশর অন্যতম প্রাচীন সাইকেল নির্মাতা সংস্থা অ্যাটলাস সাইকেল । যার কারণে অন্তত ৭০০ জন শ্রমিক কর্মহীন হলেন। ১৯৫১ সালে জানকী দাস কাপুর এই সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম বছরে বারো হাজার সাইকেল উত্পাহদন করা হয়েছিল। ১৯৬৫ সাল পর্যন্ত অ্যাটলাস ছিল দেশের সব থেকে বড় সাইকেল প্রস্তুতকারক সংস্থা ছিল।

 ১৯৭৮ সালে প্রথম রেসিং সাইকেল প্রস্তুত করে হইচই ফেলে দিয়েছিল অ্যাটলাস। ইতালিতে গোল্ড মার্কারি ইন্টারন্যাশনাল পুরষ্কার জিতেছিল অ্যাটলাস। কিন্তু এসবই এখন অতীত।আর্থিক বিপর্যয়ের কারণ দেখিয়ে এর আগে ২০১৪ সালে অ্যাটলাস সাইকেল কোম্পানি মালানপুর শাখাটি বন্ধ করে দেয়। এরপর ২০১৮ সালে হরিয়ানার সোনপাত শাখাটিও বন্ধ হয়ে যায়। এবার আর্থিক সংকটের কারণ দেখিয়ে ১৯৮৯ সাল থেকে চলা উত্তরপ্রদেশের সাহিবাবাদ শাখাটিও বন্ধ করে দিল অ্যাটলাস সাইকেল কোম্পানি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.