ফের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে মোদী সরকার!
নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ গোটা দেশে দ্রুত গতিতে বেড়ে চলেছে। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে পঞ্চম দফার লকডাউন চলছে গোটা দেশে। আনলক-১ এ লকডাউন শিথিল হলেও এখনও সম্পূর্ণ স্বাভাবিক না গনপরিবহণ। এমন সময় দরিদ্র ও অভাবী মানুষকে সহায়তা করার জন্য ভারত সরকার একাধিক পদক্ষেপ নিয়েছেন।
এই পদক্ষেপগুলির অন্যতম হল প্রধানমন্ত্রীর জন ধন যোজনার অধীনে মহিলা অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে প্রতিমাসে পাঠানো। এই যোজনার আওতায় জনধন যোজনার অ্যাকাউন্টধারী মহিলারা ইতিমধ্যে দু-বার করে তাঁদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। এবার বলা হয়েছে আগামী ৫ জুন থেকে তৃতীয় দফায় অ্যাকাউন্টে টাকা পাঠান হবে। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সরকার অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে বিভিন্ন তারিখে ব্যাংকগুলিতে এই টাকা পাঠাবে। এর আগের দু-বার এই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।
এই পদক্ষেপগুলির অন্যতম হল প্রধানমন্ত্রীর জন ধন যোজনার অধীনে মহিলা অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে প্রতিমাসে পাঠানো। এই যোজনার আওতায় জনধন যোজনার অ্যাকাউন্টধারী মহিলারা ইতিমধ্যে দু-বার করে তাঁদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। এবার বলা হয়েছে আগামী ৫ জুন থেকে তৃতীয় দফায় অ্যাকাউন্টে টাকা পাঠান হবে। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সরকার অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে বিভিন্ন তারিখে ব্যাংকগুলিতে এই টাকা পাঠাবে। এর আগের দু-বার এই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।
কোন মন্তব্য নেই