Header Ads

অন্য রোগে ভোগা ব্যাক্তির করোনা সংক্রমন হলে মৃত্যুর সম্ভাবনা কম এ রাজ্যে, বলছে তথ্য! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ১লা জুন থেকে খুলে গেছে অনেক কিছুই। সাধারন মানুষের রাস্তা ঘাটে বেরোনোর প্রবনতা এবং রাস্তায় অপর্যাপ্ত পুলিশের উপস্থিতি বোঝাচ্ছে রাজ্যে যেন করোনা নামক দানবের তান্ডব থেমে গেছে। কিন্তু করোনা যে তাঁর তাণ্ডবলীলা থামায়নি তা বোঝা যাচ্ছে সংক্রমনের গতিতেই। একদিকে অফিসে যাওয়ার নির্দেশ অন্যদিকে অপ্রতুল যানবাহন! এমতাবস্থায় হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। পাশাপাশি লকডাউন আর আমফানের বিপর্যস্ত পরিস্থিতিতেই করোনা ভাইরাস তাঁর দাপট বাড়িয়ে চলেছে রাজ্যে।
গতকালের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে আক্রান্ত মোট ৬ হাজার ১৬৮ জন। পাশাপাশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ২৬৩ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ৩৩৫।
উল্লেখ্য বিষয় হল রাজ্যে গত ৩০ শে এপ্রিলের পর যতজন মারা গিয়েছেন সবাই শুধুমাত্র করোনা ভাইরাসের কারনেই মারা গিয়েছেন। ৩০শে এপ্রিলের ৭২ কো-মর্বিডিটির সংখ্যা আজ ২রা জুনেও ৭৩ এ পৌঁছায় নি। অর্থাৎ রাজ্যে একাধিক রোগে আক্রান্ত কোন ব্যাক্তির করোনা সংক্রমনে মৃত্যু হয়নি গত এক মাস ৩ দিনে! রাজ্যের হিসেবে ৩০শে এপ্রিলের পর যারা মারা গিয়েছেন তাঁরা কেউই অন্য কোন রোগে আক্রান্ত ছিলেন না, শুধুমাত্র করোনা ভাইরাসের কারনেই তাঁদের মৃত্যু হয়েছে অর্থাৎ সমস্যা ভয়াবহ। রাজ্যের তথ্য ইঙ্গিত করছে একাধিক রোগ শরীরে থাকা অবস্থায় কেউ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাঁর মৃত্যু সম্ভাবনা সম্পূর্ণ সুস্থ ব্যাক্তির তুলনায় অনেক কম! 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.