মাদ্রাসা শিক্ষকদের সংগঠন ২৫ লক্ষ টাকা অনুদান দিল মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের আবহ আর আমফানের বিপর্যয় দুই মিলিয়ে হত দরিদ্র অবস্থা রাজ্যের কোষাগারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের শুরুতেই জনগনের কাছে আবেদন করেছিলেন করোনা মোকাবিলায় রাজ্যের ত্রান তহবিলে অর্থ প্রদান করার জন্যে। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের সর্বস্তরের মানুষ করোনা মোকাবিলার জন্যে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দুহাত ভরে অর্থ প্রদান করেছেন। রাজনৈতিক দল হিসেবে বাম বিধায়করা প্রত্যেকে নিজের বিধায়ক তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ত্রান তহবিলে দিয়েছেন ব্যাক্তিগত লক্ষ টাকা। প্রাশাপাশি রাজ্যের বহু সংগঠন, সেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক ব্যাক্তিত্ব দান করেছেন মুখ্যমন্ত্রীর তহবিলে। অন্যদিকে পিছিয়ে নেই রাজ্যের শিক্ষকরাও। বেতন বঞ্চনার অভিযোগ দূরে সরিয়ে একাধিক প্রাথমিক শিক্ষক সংগঠন, গ্রেজুয়েট শিক্ষক সংগঠন এবং অন্যান্য শিক্ষক সংগঠন দান করেচ হেন সেই তহবিলে। আর এবার রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম আজ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ২৫ লক্ষ টাকা তুলে দিল। ফোরামের পক্ষ থেকে ইশরারুল মন্ডল এবং মীর রবিউল ইসলাম আজ মাননীয় শিক্ষামন্ত্রীর হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন। শিক্ষামন্ত্রী বিপদের দিনে রাজ্যের পাশে এভাবে শিক্ষকদের দাঁড়ানোকে সম্মান জানিয়েছেন।
কোন মন্তব্য নেই