'রিমুভ চায়না অ্যাপস' প্লে স্টোর সরিয়ে দিল গুগল
নজরবন্দি ব্যুরোঃ দেশে চিনা পণ্য বয়কটের ডাক ক্রমশ ট্রেন্ডিং হয়ে উঠেছে সোশাল মিডিয়ায়। এর মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠা 'রিমুভ চায়না অ্যাপস' প্লে স্টোর সরিয়ে দিল গুগল। টুইট করে এ কথা জানিয়েছে অ্যাপ নির্মাতা সংস্থাটি। তবে কী কারণে অ্যাপটি সরানো হয়েছে তা জানায়নি জয়পুরের ওই সংস্থাটি। সাইবার বিশেষজ্ঞদের ধারণা, গুগল প্লে-এর নির্দিষ্ট নীতি ভঙ্গ করছে ওই অ্যাপ।
তাই তা সরিয়ে দেওয়া হয়েছে।ভারতে এই অ্য়াপটি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। গুগল প্লে স্টোরে এই অ্য়াপটি কয়েক সপ্তাহের মধ্য়ে ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল।একদিনের মধ্যে এটি হল দ্বিতীয় জনপ্রিয় অ্যাপ যাকে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল। গতকালই টিকটকের ক্লোন অ্যাপ Mitron কে প্লে স্টোর থেকে রিমুভ করা হয়েছিল।
তাই তা সরিয়ে দেওয়া হয়েছে।ভারতে এই অ্য়াপটি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। গুগল প্লে স্টোরে এই অ্য়াপটি কয়েক সপ্তাহের মধ্য়ে ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল।একদিনের মধ্যে এটি হল দ্বিতীয় জনপ্রিয় অ্যাপ যাকে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল। গতকালই টিকটকের ক্লোন অ্যাপ Mitron কে প্লে স্টোর থেকে রিমুভ করা হয়েছিল।
কোন মন্তব্য নেই