Header Ads

রাজ্যের জেলাগুলিতেও দূর্বার গতি করোনার, দেখুন জেলা ভিত্তিক সংক্রমণের সংখ্যা

Kolkata News, Kolkata News, Bengali News, Latest Bangla News, 24 Ghanta, 24 Ghanta Khobor, 24 Ghanta live, Bengali News Online, Best Bengali News, 24 Ghanta live Bengali News, coronavirus in india,coronavirus outbreak,coronavirus cases in india,coronavirus news,coronavirus india,coronavirus update in india,coronavirus outbreak in india latest news updates
নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ রাজ্যে সংকট উৎপন্ন করছে করোনা ভাইরাস, কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ অন্য দিকে দিনের পর দিন বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। রাজ্যে দূর্বার গতি করোনার! ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২৪ জন; মৃত্যু ১৪ জনের। লকডাউন হালকা করে রাজ্য কে সচল করতেই এই সংকট উৎপন্ন হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আরও একপ্রস্থ লকডাউনের। এবার লকডাউন চলবে ৩১শে জুলাই পর্যন্ত। অন্যদিকে ২৪ ঘন্টায় সংক্রমণের তীব্রতায় ভেঙে গিয়েছে রাজ্যের করোনা ইতিহাসের সমস্ত রেকর্ড। রাজ্যে রেকর্ড সৃষ্টি করে আজ আক্রান্ত হয়েছেন ৬২৪ জন।
 রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। নতুন ৬২৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৭ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৪ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৩। তবে আক্রান্তের সংখ্যা বা মৃত্যু বাড়ার পাশাপাশি রাজ্যে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫২৬ জন। কোলকাতার সাথে সাথে রাজ্যের জেলাগুলিতেও বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এক নজরে দেখে নিন জেলা ভিত্তিক করোনা সংক্রমণের সংখ্যা।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.