Header Ads

১ জুলাই থেকে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্র, দেখুন কি কি খোলা থাকছে

নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয় পর্যায়ের আনলকের নিয়ম কানুন ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। একইসঙ্গে দেশজুড়ে ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউন। দেশের কনটেনমেন্ট জোনগুলিতে এই লকডাউন কার্যকর থাকবে। অন্যত্র ধীরে ধীরে ছন্দে ফেরার প্রক্রিয়া জারি থাকবে। ১ জুলাই থেকে নতুন নির্দেশিকা কার্যকর হবে। নতুন গাইডলাইনে বেশ কিছু ক্ষেত্রে নিয়মের শিথিলতা বাড়ানো হয়েছে। যেমন নাইট কার্ফুর সময়সীমাতে বদল আনা হয়েছে। এবার থেকে নাইট কার্ফু জারি থাকবে রাত ১০টা ভোর পাঁচটা পর্যন্ত। এতদিন পর্যন্ত কোনও দোকানে পাঁচজনের বেশি কারোর দাঁড়ানোর অনুমতি ছিল না।
 নতুন পর্যায়ে পাঁচজনের বেশি যেতে পারবে। তবে অবশ্যই সামাজিক দূরত্ব মানতে হবে সবাইকে। আর তা মেনেই দোকানে দাঁড়ানোর কথা বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ের আনলকে। কনটেনমেন্ট জোনের বাইরে অন্যান্য সব ক্ষেত্রে ছাড় থাকলেও যে সব জায়গাগুলি এখনই খুলছে না সেগুলি হল মেট্রো রেল, সিনেমা হল, জিম, সুইমিং পুল, বার, অডিটোরিয়াম ইত্যাদি। এছাড়াও ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, খেলা কিংবা বিনোদনমূলক অনুষ্ঠান আপাতত বন্ধ থাকছে বলে গাইডলাইনে জানানো হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.