Header Ads

ত্রাণ দূর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে- তৃণমূল।

নজরবন্দি ব্যুরো: ত্রাণ দূর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার দলীয় নেতৃত্ব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, ত্রাণ দূর্নীতি নিয়ে যতজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের সকালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। অভিযোগ এলেই প্রথমে শোকজ করা হবে। তারপর সে বিষয়ে তদন্ত করে দেখবে দল। প্রয়োজনে অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হবে। বুধবার মুখ্যমন্ত্রী ত্রাণ দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্স করেন জেলা সভাপতিদের সাথে। এই কনফারেন্সের মাধ্যমে তাঁরা স্পষ্ট বার্তা দিয়েছেন, ত্রাণ নিয়ে দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবেই। সে যত বড় দলিয় নেতা হক না কেন, তাঁর বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা।

 দুই বঙ্গেরই একাধিক জেলার নেতা ও কর্মীদের বিরুদ্ধে ত্রাণ বন্টনের অভিযোগ এসেছে। অভিযুক্তদের নামের তালিকা দেওয়া হবে সেই সব জেলা সভাপতিদের। জানা যাচ্ছে, অভিযোগ এলেই আগে শোকজ করা হবে। তার পরে অভিযুক্ত ব্যক্তিকে ডেকে কথা বলবে দল। রেশনের চাল থেকে ত্রিপল নিয়ে অনিয়ম করার মত যে কোন অভিযোগ দল গুরুত্ব সহকারে দেখবে। এছাড়াও এদিনের বৈঠকের অন্যতম বিষয় ছিল পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে। এই দুই বিষয়কে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রচারে আরও জোর দেওয়ার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গরিব কল্যাণ যোজনায় ঘোষণা করা হয়েছিল, যে সব জেলায় ২০ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছেন, সেই জেলাই পাবে আর্থিক সাহায্য। তৃণমূলের অভিযোগ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই সংখ্যক পরিযায়ী শ্রমিক ফেরার পরেও রাজ্য আর্থিক সাহায্য থেকে বঞ্চিত কেন?

 তৃণমূল দাবি জানিয়েছিল, PM-CARES থেকে যত টাকা উঠবে তার থেকে ১০ হাজার টাকা করে পরিযায়ী শ্রমিকদের হতে দেওয়ার, কিন্তু তাও হয়নি। রাজ্যের প্রাপ্য বকেয়া মেটানোরও দাবি তুলতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে বিধায়ক সমীর চক্রবর্তী দাবি করেছেন, PM-CARES ফান্ডে পাঁচ হাজার কোটি টাকা জমা হয়েছে ম। বিধায়ক সমীর চক্রবর্তী অভিযোগ তোলেন বিজেপি ঘনিষ্ঠ কোনও সংস্থাকে দিয়ে এর অডিট করানো হয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.