সেনার গুলিতে কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি!
সেনার গুলিতে নিকেশ হওয়া জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। যৌথ বাহিনীর পক্ষ থেকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন সংঘর্ষস্থলে জঙ্গির দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। গোটা রাত ধরেই তল্লাশি চলে বলে জানা গিয়েছে।
অপরদিকে, কাশ্মীর জোনের পুলিশ এদিন সকালে ট্যুইট করে জানায়, এক জঙ্গিকে খতম করা হয়েছে। চেওয়া উল্লার এলাকায় এখনও গুলির লড়াই চলছে। পরে জানা যায় নিকেশ হয়েছে ৩ জঙ্গি।
কোন মন্তব্য নেই