Header Ads

সেনার গুলিতে কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি!

নজরবন্দি ব্যুরো: এদিন সকালেই ৩ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সকাল থেকে শুরু হয় গুলির লড়াই। জেলার চেওয়া উল্লার গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী তল্লাশি শুরু করে। তখনই শুরু হয় সেনা ও জঙ্গির গুলির লড়াই। তল্লাশি জারি রয়েছে বলে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে।


সেনার গুলিতে নিকেশ হওয়া জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। যৌথ বাহিনীর পক্ষ থেকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন সংঘর্ষস্থলে জঙ্গির দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। গোটা রাত ধরেই তল্লাশি চলে বলে জানা গিয়েছে।
অপরদিকে, কাশ্মীর জোনের পুলিশ এদিন সকালে ট্যুইট করে জানায়, এক জঙ্গিকে খতম করা হয়েছে। চেওয়া উল্লার এলাকায় এখনও গুলির লড়াই চলছে। পরে জানা যায় নিকেশ হয়েছে ৩ জঙ্গি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.