৩০ বছর পর প্রিমিয়ার লিগ খেতাব লিভারপুলের
নজরবন্দি ব্যুরো : তিরিশ বছরের অপেক্ষার অবসান। সাত ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। শেষ বার ১৯৯০ সালে খেতাব জিতেছিল তারা। এভাবে আধিপত্য রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্ট কে কবে জিতেছে তা কেউ মনে করতে পারছেন না। স্যার অ্যালেক্স ফার্গুসনের তারকা খচিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, কিংবা পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি, কেউই এত সহজে চ্যাম্পিয়নের খেতাব পাননি। এর আগে দুই ম্যাঞ্চেস্টার সবথেকে বেশি পাঁচ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়েছিল। ৩৬ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে এগিয়ে যায় ব্লুজরা। কিন্তু ৫৫ মিনিটে গুয়ার্দিওলা বাহিনীকে সমতায় ফেরান কেভিন ডে'ব্রুইনি।
কিন্তু ৭৭ মিনিটে লাল কার্ড দেখেন ম্যান সিটির ফের্নানদিনহো। আর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করে যান উইলিয়ান। চেলসি ম্যাচ জিততেই পয়েন্টের বিচারে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যায় লিভারপুল। সাত ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যায় তারা। ভেঙে যায় আগে দুই ম্যাঞ্চেস্টার ৫ ম্যাচ বাকি থাকার রেকর্ড
কিন্তু ৭৭ মিনিটে লাল কার্ড দেখেন ম্যান সিটির ফের্নানদিনহো। আর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করে যান উইলিয়ান। চেলসি ম্যাচ জিততেই পয়েন্টের বিচারে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যায় লিভারপুল। সাত ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যায় তারা। ভেঙে যায় আগে দুই ম্যাঞ্চেস্টার ৫ ম্যাচ বাকি থাকার রেকর্ড
কোন মন্তব্য নেই