Header Ads

অক্সফোর্ডের ভ্যাকসিনে শেষ পর্যায়ের ট্রায়াল সফল বলে দাবী, অক্টোবরের মধ্যেই আসতে পারে বাজারে

নজরবন্দি ব্যুরো: কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল অক্সফোর্ড ইউনিভার্সিটি। এতদিন ব্রিটেনেই ডিএনএ ভেক্টর ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ করেছে অক্সফোর্ড ও জেন্নার ইউনিভার্সিটি। প্রথমবার দেশের বাইরে গিয়েও করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল অক্সফোর্ডের ভাইরোলজিস্ট সারা গিলবার্টের টিম। বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা চললেও অ্যাসট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে অক্সফোর্ডের গবেষণা নিয়েই সবচেয়ে বেশি আশা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ব্রাজিলে মানুষের উপর এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে বলেই জানা গেছে। মানুষের শরীরে প্রয়োগের ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এই ভ্যাকসিন ।
 করোনা সংক্রমণে কতটা কার্যকর ভূমিকা নেবে তা নিয়েই চলছে বর্তমান গবেষণা।এ বছরের অক্টোবরের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে বলে আশা প্রকাশ করলেন জেনার ইনস্টিটিউটের ডিরেক্টর আদ্রিয়ান হিল। তিনি জানিয়েছেন, মানুষের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার পর তার ফল পাওয়া গিয়েছে ভালো। এখন অন্য দেশে এই কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। সব ঠিকঠাক থাকলে অক্টোবরের মধ্যেই বাজারে আসবে এই ভ্যাকসিন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.