Header Ads

অভিনেতা সুশান্তকে শ্রদ্ধা জানালেন ইজরায়েল সরকার

নজরবন্দি ব্যুরো: বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত তাঁর প্রতিভার জন্য খুব অল্প সময়ের মধ্যেই ফিল্ম ইণ্ডাষ্ট্রিতে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর ছবি গুলি সব সময়ের জন্য স্মৃতি হয়ে সকলের মনে থেকে যাবে। অভিনেতার মৃত্যুর পরে তাঁকে কেবল ভারতেই স্মরণ করা হচ্ছে এমনটা নয়, গোটা বিশ্ব তাকে শ্রদ্ধা জানাচ্ছে। সুশান্তের মৃত্যুর পর তাকে ইজরায়েল তাদের সেরা বন্ধু হিসাবে ঘোষণা করেছে। ইজরায়েল বিদেশ মন্ত্রকের জেনারেল এবং উপ-পরিচালক গিলাদ কোহেন অভিনেতার স্মরণে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। গিলাদ কোহেন টুইট করেছেন, আমি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকহত। তিনি ইজরায়েলের প্রকৃত বন্ধু ছিলেন, আমি খুব মিস করবো তাকে।

 কোহেন অভিনেতার ডিজিটালিলি প্রকাশিত ছবি ‘ড্রাইভ’ এর সুশান্তের গান ‘মাখন’ একটি লিঙ্ক শেয়ার করেছেন টুইটারে। গানটি ইজরায়েল শ্যুট করা একটি ঠাঁই নাচের ট্র্যাক। শুধু ইজরায়েলেই নয় ইন্দোনেশিয়াও অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছে। ইন্দোনেশিয়ার একটি পার্কের বিশাল পর্দায় ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ এর গান বাজিয়ে সুশান্তকে শ্রদ্ধা জানানো হয়। গত ১৪ জুন, অভিনেতা সুশান্ত সিং রাজপুত তার মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন। তাঁর মৃত্যুর পর থেকে জানা যাচ্ছে, গত ৬ মাস যাবৎ তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। যার চিকিৎসাও করাচ্ছিলেন তিনি। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর মৃত্যু নিয়ে সিনেমা জগতের অজানা অনেক তথ্য তুলে ধরছেন। মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে। কঙ্গনা রানাউতের মতো তারকারা সুশান্তের মৃত্যুর পরে বলিউডের অন্দরে স্বজনপোষণের নীতি নিয়ে মুখ খুলেছেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.