সীমান্তে ফের অনৈতিক গোলাবর্ষন পাকিস্তানের; শহিদ ভারতীয় জওয়ান। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এখনও পর্যন্ত এই বছরে ২ হাজারের বেশি বার পাকিস্তান সেনা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে খবর সেনা সূত্রে। আজও তাঁর বিকল্প হলনা, আজ পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রনরেখা বরাবর পাকিস্তানের সেনার ছোড়া গোলা গুলিতে নিহত হলেন এক ভারতীয় জওয়ান। সংঘর্ষ চুক্তি উপেক্ষা করে মর্টার এবং গুলি ছুড়তে শুরু করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।
সেই লড়াইতেই গুরুতর আহত হন এক ভারতীয় সেনা জওয়ান, গুলি লাগে তাঁর। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। উল্লেখ্য শুধু চলতি মাসেই এই নিয়ে চার ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হল, এছাড়াও পুঞ্চ অঞ্চলে গত ১৪ই জুন পাকিস্তান সেনার গুলিতে এক জওয়ান শহিদ হন। অর্থাৎ পাক গোলাবর্ষনে শুধু এই মাসেই শহিদ হলেন ৫ ভারতীয় জওয়ান। অন্যদিকে ভারতীয় জওয়ানদের পালটা জবাবে পাক বাহিনীর কতটা ক্ষতি হয়েছে সে খবর পাওয়া যায়নি।
সেই লড়াইতেই গুরুতর আহত হন এক ভারতীয় সেনা জওয়ান, গুলি লাগে তাঁর। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। উল্লেখ্য শুধু চলতি মাসেই এই নিয়ে চার ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হল, এছাড়াও পুঞ্চ অঞ্চলে গত ১৪ই জুন পাকিস্তান সেনার গুলিতে এক জওয়ান শহিদ হন। অর্থাৎ পাক গোলাবর্ষনে শুধু এই মাসেই শহিদ হলেন ৫ ভারতীয় জওয়ান। অন্যদিকে ভারতীয় জওয়ানদের পালটা জবাবে পাক বাহিনীর কতটা ক্ষতি হয়েছে সে খবর পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই