বাংলায় এই প্রথম আসছে ডিজিটাল মিউজ়িকাল নাটক, মুখ্য ভূমিকায় শান্তিলাল ও ঋতব্রত
নজরবন্দি ব্যুরোঃ হোল নাইন ইয়ার্ডস’ এবং ‘আলিয়ঁস ফ্রাঁসে দু বেঙ্গলে’-র প্রয়াসে বাংলায় আসতে চলেছে এই প্রথম ডিজিটাল মিউজ়িকাল নাটক।আর সেই জন্য বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ডাকঘর'।এটির পরিচালনা রয়েছেন অভ্রজিৎ সেন ।রিয়েল লাইফ বাবা-ছেলে ঋতব্রত ও শান্তিলালকে দেখা যাবে এই ডিজিটাল মিউজিকাল নাটকটিতে। তবে এর আগেও তাদের দুজন কে দেখা গেছে পর্দায়।এছাড়া তারা দুজনে একসাথে থিয়েটারও করেন।আর এই নাটকেও তাঁদের দুজন কেই মুখ্যচরিত্রে দেখা যাবে।শান্তিলালকে দেখা যাবে 'দা পোস্ট অফিস'-এর ঠাকুরদার চরিত্রে।
ঋতব্রত অভিনয় করবেন অমলের চরিত্রে।এছাড়াও দেখা যাবে উন্মেশ গাঙ্গুলি, সুপ্রতিম সিনহা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তনিকা বসু, সুহোত্রা মুখোপাধ্যায় এবং সৌম্যদীপ চক্রবর্তী মত অভিনেতা অভিনেত্রীদের কে।এই ডিজিটাল নাটকের সংগীতের বিষয়টিকেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।দিব্যকমল মিত্র, মেঘাতিথি ব্যানার্জি এবং রোহন চক্রবর্তী এই নাটকে সংগীত পরিচালনা করেছেন।অনলাইনে টিকিট কেটে দেখতে হবে এই নাটক।২৮ জুন, রবিবার, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট টাইম জ়োনে এই নাটক দেখা যাবে 'অফবিট' সাংস্কৃতিক সংস্থার জ়ুম অ্যাকাউন্টে। ভারতীয় সময় বিকেল ৫টা ও রাত ৮টায় দেখা যাবে এই নাটক।
ঋতব্রত অভিনয় করবেন অমলের চরিত্রে।এছাড়াও দেখা যাবে উন্মেশ গাঙ্গুলি, সুপ্রতিম সিনহা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তনিকা বসু, সুহোত্রা মুখোপাধ্যায় এবং সৌম্যদীপ চক্রবর্তী মত অভিনেতা অভিনেত্রীদের কে।এই ডিজিটাল নাটকের সংগীতের বিষয়টিকেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।দিব্যকমল মিত্র, মেঘাতিথি ব্যানার্জি এবং রোহন চক্রবর্তী এই নাটকে সংগীত পরিচালনা করেছেন।অনলাইনে টিকিট কেটে দেখতে হবে এই নাটক।২৮ জুন, রবিবার, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট টাইম জ়োনে এই নাটক দেখা যাবে 'অফবিট' সাংস্কৃতিক সংস্থার জ়ুম অ্যাকাউন্টে। ভারতীয় সময় বিকেল ৫টা ও রাত ৮টায় দেখা যাবে এই নাটক।
কোন মন্তব্য নেই