১৯ দিন বাড়ল তেলের দাম, আরও দামি হবে তেল
নজরবন্দি ব্যুরোঃ আজ, বৃহস্পতিবার ধরলে এই নিয়ে দেশে টানা ১৯ দিন বাড়ল তেলের দাম । সুত্রের খবর ভবিষ্যতে আরও দামি হবে তেল ।রাজধানীতে ডিজেলের লিটার প্রতি দাম ৮০ টাকা পেরিয়ে গেল। পেট্রলও ৮০ ছুঁইছুঁই। বৃহস্পতিবার দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৭৯ টাকা ৯২ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ২ পয়সা। ইতিহাসে এই প্রথম যেখানে পেট্রলের থেকে ডিজেলের দাম বেশি। তেলের উপর কেন্দ্রীয় সরকারের কর, রাজ্যে আলাদা আলাদা হারে ভ্যাট চাপে দামের উপরে জার ফলে দেশের বিভিন্ন রাজ্যে তেলের দাম আলাদা হয়। কিন্তু বিশ্ব বাজারে এই মুহূর্তে তেলের দাম অনেক কম।
আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। গতকালই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, শুধু করোনা সংক্রমণের রেখাচিত্র ঊর্দ্ধমুখী নয়, পেট্রল ডিজেলের দামও একই ভাবে বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ লেখেন, 'কেন্দ্রীয় সরকার এখন মহামারী আর পেট্রল - ডিজেলের দামে আনলক করে দিয়েছে।' কোভিড সংক্রমণে পৃথিবীর অনেক দেশকেই লকডাউন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। চাহিদা কমেছে পেট্রোপণ্যের। আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিরোধীদের প্রশ্ন, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও ভারতে বাড়ছে কী করে?
আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। গতকালই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, শুধু করোনা সংক্রমণের রেখাচিত্র ঊর্দ্ধমুখী নয়, পেট্রল ডিজেলের দামও একই ভাবে বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ লেখেন, 'কেন্দ্রীয় সরকার এখন মহামারী আর পেট্রল - ডিজেলের দামে আনলক করে দিয়েছে।' কোভিড সংক্রমণে পৃথিবীর অনেক দেশকেই লকডাউন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। চাহিদা কমেছে পেট্রোপণ্যের। আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিরোধীদের প্রশ্ন, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও ভারতে বাড়ছে কী করে?
কোন মন্তব্য নেই