৫৩ বছরের সলমন খানের বউ হতে চান ২১ বছরের অনন্যা
নজরবন্দি ব্যুরোঃ বলিউডের এখন ব্যাচেলর হলেন সুপারস্টার সলমন খান। তিনি বিয়ে কবে করবেন? এই প্রশ্নটা সবাই তাকে কমবেশি করে থাকেন। সকলেই তার বিয়ে নিয়ে খুব উৎসাহিত।নান অভিনেত্রীর সাথে তার নাম জড়ালেও স্ত্রী হিসেবে এখনও কাউকে বেছে নিতে পারেননি সলমন।বলিউডের ভেতরের পাশাপাশি বাইরের সলমনের ভক্তরা তার স্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। এবার সেই ইচ্ছা প্রকাশ করলেন বলিউডের অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে।একটি সংবাদমাধ্যম থেকে অনন্যা কে প্রশ্ন করা হলে তিনি জানান সলমন খানকে ভীষণ পছন্দ করেন ২১ বছরের অনন্যা।
এমনকি স্বামী হিসেবে তিনি সলমনকে বাদে অন্য কাউকে বেছে নিতে নারাজ।এখানেই শেষ নয় প্রেমটাও কিন্তু সলমনের সাথে করতে চান অনন্যা।পতি পত্নী অউর ওহ ছবির প্রচারে হাজির হন অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী অনন্যা পান্ডে ও ভূমি পেড়নেকার।সেখানে অনন্যার কে প্রশ্ন করস হয়, ভবিষ্যতে যদি কখনো স্বামী হিসেবে কাউকে দেখতে চান, তাহলে সে কে?একটু ও না ভেবে সঙ্গে সঙ্গে উত্তর দেন অনন্যা। তিনি জানান, স্বামী হিসেবে সলমন খানকে পছন্দ তাঁর। এমনকি প্রেম ও সলমন খানের সাথে করতে চান তিনি।
এমনকি স্বামী হিসেবে তিনি সলমনকে বাদে অন্য কাউকে বেছে নিতে নারাজ।এখানেই শেষ নয় প্রেমটাও কিন্তু সলমনের সাথে করতে চান অনন্যা।পতি পত্নী অউর ওহ ছবির প্রচারে হাজির হন অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী অনন্যা পান্ডে ও ভূমি পেড়নেকার।সেখানে অনন্যার কে প্রশ্ন করস হয়, ভবিষ্যতে যদি কখনো স্বামী হিসেবে কাউকে দেখতে চান, তাহলে সে কে?একটু ও না ভেবে সঙ্গে সঙ্গে উত্তর দেন অনন্যা। তিনি জানান, স্বামী হিসেবে সলমন খানকে পছন্দ তাঁর। এমনকি প্রেম ও সলমন খানের সাথে করতে চান তিনি।
কোন মন্তব্য নেই