Header Ads

২০২১ এর শুরুতেই করোনা ভ্যাকসিন বাজারে, ২০ লক্ষ ডোজ প্রস্তুতঃ ট্রাম্প #BreakingNews

coronavirus vaccine,vaccine,corona virus,coronavirus vaccine update,coronavirus vaccine news,coronavirus vaccine in hindi,coronavirus vaccine latest update,covid 19 vaccine,virus vaccine,coronavirus vaccine abp,corona,coronavirus vaccine india,coronavirus vaccine update today,covid-19 vaccine,coronavirus vaccine update today news hindi,covid vaccine,coronavirus vaccine by usa,coronavirus vaccine by italy,corona vaccine,coronavirus vaccine research,coronavirus vaccine by oxford
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের আক্রমণে বিধ্বস্ত আমেরিকা। এখন পর্যন্ত ১৯ লক্ষ ২৮ হাজার ১৪২ জন আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যার মধ্যে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৩৪৭ জনের। মার্কিন প্রেসিডেন্ট করোনা ঝড়ের মধ্যেই একাধিক বার বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন। আর এবার তিনি করলেন এক অদ্ভুল এবং আশ ব্যাঞ্জক দাবি।
তিনি জানিয়ে দিলেন, করোনার ভ্যাক্সিনের ২০ লক্ষ ডোজ প্রস্তুত আছে। এদিন তিনি বলেন, "ভ্যাক্সিন তৈরির কাজ দারুন এগিয়েছে। ভ্যাক্সিনের প্রস্তুতি এগিয়ে গিয়েছে অনেকটাই। আমরা ২০ লক্ষ ডোজ ভ্যাক্সিন প্রস্তুত রেখেছি। নিরাপদ প্রমাণিত হলে, সেই ভ্যাক্সিন দেওয়া হবে। নিজের দেশের গবেষকদের প্রশংসা করে ট্রাম্প জানান, "আমরা ভ্যাক্সিন নিয়ে দুর্দান্ত কাজ করছি। খুব তাড়াতাড়ি ইতিবাচক খবর জানতে পারবেন।" ডোনাল্ড ট্রাম জানিয়ে দেন, মার্কিন প্রশাসন পাঁচটি সংস্থাকে নির্বাচন করেছে, যারা করোনা ভাইরাসের ভ্যাক্সিন তৈরির কাজ করছে। হোয়াইট হাউসের হেল্থ অ্যাডভাইসর ড. অ্যান্টনি ফচি জানিয়েছেন, চারটি ট্রায়াল হয়েছে ভ্যাক্সিন তৈরির। ২০২১-এর প্রথমার্ধের মধ্যে ভ্যাক্সিন তৈরি হয়ে যাবে। ট্রাম্প প্রশাসনের আশ্বাসে আশার আলো দেখছে বিশ্ব। অন্যদিকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে প্রতিবাদে রাস্তায় নেমেছেন মানুষ। ব্যাপক ভাবে চলছে বিক্ষোভ। আর এই বর্ণবিদ্বেষের প্রতিবাদে আবারও যে কতটা সংক্রমণ বাড়বে তা নিয়েই চিন্তিত হোয়াইট হাউস।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.